• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৬:৫০ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৬:৫০ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাগেরহাটে রাতের আঁধারে মসজিদ গুড়িয়ে দেওয়ার অভিযোগ

২৪ নভেম্বর ২০২৪ সকাল ১১:৩৬:৫৫

বাগেরহাটে রাতের আঁধারে মসজিদ গুড়িয়ে দেওয়ার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামে রাতের আঁধারে একটি মসজিদ গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

গত ২১ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এই কাজটি করে।

জানা গেছে, মসজিদের ওই জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো।

তবে স্থানীয়দের দাবি, জমি নিয়ে বিরোধ থাকলেও এভাবে একটি মসজিদ ভেঙ্গে ফেলা আদৌ ঠিক হয়নি।

দীর্ঘ ৭ বছর ধরে ওই মসজিদটিতে স্থানীয়রা নামাজ আদায় করেছেন বলে জানিয়েছেন মসজিদের প্রতিষ্ঠাতা মাষ্টার হাফিজুর রহমান।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বাগেরহাট ইমাম পরিষদ নেতৃবৃন্দ  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাগেরহাট ইমাম পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমিন ও সেক্রেটারি মোহাম্মাদ উল্লাহ আরেফি এ ব্যাপারে ক্ষোভ প্রকাশের পাশাপাশি আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে দেওয়ায় দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, মসজিদ ভাঙ্গার ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০