• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫৮:৩৫ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫৮:৩৫ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মোংলায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে আটক ১

৩ আগস্ট ২০২৪ বিকাল ০৪:১২:১৭

মোংলায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে আটক ১

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় পবিত্র ইসলাম ধর্ম, ধর্মীয় গ্রন্থ আল কুরআন এবং নবি হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে মো. জাহাঙ্গির মোল্লা (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী গ্রামের মৃত আমজাদ মোল্লার ছেলে মো. জাহাঙ্গির মোল্লা (৫৫)।

মামলার সূত্রে জানা যায়, মোংলা বাজারের চৌধুরীর মোড়ের মো. রিয়াজুল ইসলাম নামে এক ফল ব্যবসায়ীর দোকানের সামনে এসে আসামি ইসলাম ধর্ম, আল কুরআন, নবি হজরত মোহাম্মদ (সা.) এবং নবীর আদর্শ সম্পর্কে আপত্তিকর কথা বলতে শুরু করেন। এ সময় ফল ব্যবসায়ী রিয়াজুল এবং তার সহযোগী ব্যবসায়ী মনিরুজ্জামান এসব কথা বলতে নিষেধ করেন।

পরবর্তীতে জাহাঙ্গির মোল্লা উত্তেজিত হয়ে পার্শ্ববর্তী ফল ব্যবসায়ী মো. জাহিদুল ইসলামের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ওই ব্যবসায়ী জাহাঙ্গির মোল্লার কাছে জানতে চান, আপনি ইসলাম ধর্ম, ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কুরআন, আমাদের নবি ও নবীর আদর্শকে নিয়ে এ ধরনের আপত্তিকর মন্তব্য কেন করলেন? তখন তিনি উত্তেজিত হয়ে বলেন, বলেছি তো কি হয়েছে। এ সময় তিনি ইসলাম ধর্মের চার খলিফাকে নিয়েও বাজে মন্তব্য করেন। পরে উপস্থিত লোকজন তার ওই মন্তব্য শুনে উত্তেজিত হয়ে উঠলে কৌশলে সে ঘটনাস্থল ত্যাগ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলা সূত্রে আরও জানা যায়, জাহাঙ্গির মোল্লা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে দাঙ্গা বাঁধানোর অভিপ্রায়ে ইসলাম ধর্ম, ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কুরআন, নবি ও নবীর আদর্শসহ চার খলিফাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে সে চরমভাবে প্রকাশ্যে ইসলাম ধর্ম ও ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করায় তার বিরুদ্ধে ফল ব্যবসায়ী মো. রিয়াজুল ইসলাম বাদী হয়ে মোংলা থানায় শুক্রবার রাতে মামলা দায়ের করেন। এদিন রাতেই কাইনমারীর নিজ বাড়ি থেকে আসামি জাহাঙ্গির মোল্লাকে পুলিশ গ্রেফতার করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন বলেন, শুক্রবার ২ আগস্ট ধর্ম অবমাননার দায়ে মামলা হলে ওই দিন রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার ৩ আগস্ট সকালে আটক জাহাঙ্গির মোল্লাকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ