• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৫:৪৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৫:৪৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত

১৬ ডিসেম্বর ২০২৩ দুপুর ০২:২১:৫২

গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত

গাজীপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

১৬ ডিসেম্বর শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে জেলা শহরের রাজবাড়ি মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ।

এরপর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.মাহবুব আলম, জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, মুক্তিযোদ্ধা সংসদ, গাজীপুর জেলা পরিষদ, গাজীপুর সিটি কর্পোরেশন, শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হয়। স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে নীরবতা পালন করে উপস্থিতিরা।

অন্যদিকে শহীদ বরকত স্টেডিয়ামে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় জেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩