• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৩৪:৩৭ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৩৪:৩৭ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবীনগরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

১৭ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:০৩:৩৫

নবীনগরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

১৬ ডিসেম্বর সোমবার দিবসটি উপলক্ষে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

মহিলা কলেজ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী।

পরে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত, প্রার্থনা এবং হাসপাতাল এতিমখানা ও অনাথ আশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বিকেলে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম বীর মুক্তিযোদ্ধা এবং নবীনগর পৌরসভা সম্মিলিত একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে অংশগ্রহণকারী সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬