• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৩১:০৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৩১:০৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈশ্বরদীতে সড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ

২৬ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৫২:১২

ঈশ্বরদীতে সড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের উপর ধারাবাহিক হামলায় পুলিশের সহযোগিতায় মূল হামলাকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে অভিযোগ করে মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা।

২৬ জানুয়ারি রোববার দুপুর ১টা ৩০ মিনিটে ঈশ্বরদী থানা ফটকে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভে ঈশ্বরদী থানার ওসির পদত্যাগ দাবিসহ নানা স্লোগানে স্লোগানে এসব হামলার বিচার দাবি করেন তারা।

এ সময় পুলিশের কাজের সমালোচনা করে বক্তব্যকালে মো. আসিফ মাহমুদ বলেন, ছাত্রলীগের সকল হত্যা চেষ্টা রুখে দেবে ছাত্ররাই, পুলিশ ভাইয়েরা শুধু আপনাদের দ্বায়িত্ব সঠিক ভাব পালন করুন।

ছাত্র শিবির নেতা সজীব হোসেন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আপনারা (পুলিশ) আওয়ামী প্রেমী আর হইয়েন না। যাদের পরাজয় হয়েছে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে, তাদের মত আপনাদেরকেও যেন পরাজিত না হতে হয়।

সরকারি কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন বলেন, আমার উপরও ছাত্রলীগের আক্রমন হয়েছে। সে বিষয়ে ছাত্রদল আন্দোলন করেছে। এখন অবার সমন্বয়কদের উপর হামলা হচ্ছে কেন?

মানাব (মাদক কে না বলি) সভাপতি মাসুম পারভেজ কল্লোল ওসিকে ৩ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, আন্দোলন এবং সরকার পতনের পর ছাত্ররা যখন পড়ার টেবিলে ঠিক তখনই ভারত বসে সন্ত্রাসী আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র আমরা করতে দেব না।

এসময় আরও বক্তব্য রাখেন- ঈশ্বরদী সচেতন নগরবাসী ফোরামের আহবায়ক আ ফ ম রাজিবুল আলম ইভান, ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি আফজাল হোসেন, আলামিন, শাওন, দিহান প্রমুখ।

এর আগে ঈশ্বরদী বাজারের ১নং গেট হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের রেলওয়ে রোড হয়ে রেলগেটের ঈশ্বরদী থানার প্রধান ফটকে এসে রাস্তার মাঝে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১