• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:৪২:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:৪২:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে শুরু হলো ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া’ উৎসব

১৫ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৪৬:০৯

সিলেটে শুরু হলো ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া’ উৎসব

সিলেট প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে মাছ ধরার আদি উৎসব ‘পলো বাওয়া’। লোকজন দল বেঁধে বিলের মধ্যে পলো হাতে ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় মাছ ধরার প্রতিযোগিতা।

১৫ জানুয়ারি সোমবার সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি হাওরের বড় বিলে শুরু হয়েছে সেই পলো বাওয়ার প্রতিযোগিতা। এদিন দুপুর ১২টা থেকে পলো বাওয়া উৎসব শুরু হয়। যা আগামী ১৫ দিন পর্যন্ত চলবে। এতে অংশ নেন শিশু থেকে বুড়ো, সবাই পলো হাতে ঝাঁপিয়ে পড়েন হাওরে।

এ উৎসবের মধ্য দিয়েই স্থানীয়রা জানান দেন পুরোনো সংস্কৃতির। দুপুর ১২টা থেকে মনের আনন্দে পলো বাওয়া উৎসবে যোগ দেন উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের কয়েকটি গ্রামের শত শত মানুষ। দুপুর ২টা পর্যন্ত চলে পলো বাওয়া উৎসব।

স্থানীয়রা জানান, পলো বাওয়ায় ধরা পড়া মাছের মধ্যে শোল ও বোয়ালই বেশি। অনেকেই আবার গজার মাছ ধরতে সক্ষম হন।

পলো বাওয়া উৎসবের আনন্দ যুবক-বৃদ্ধের চেয়ে ছোট ছোট শিশুদের মধ্যে একটু বেশি। তারা তাদের বাবা-চাচা-দাদা-মামা-ভাইয়ের হাত ধরেই উৎসবে শরিক হতে এসেছে।

জানা যায়, পৌষ সংক্রান্তির পর পরই প্রায় দুই শত বছর ধরে চলা এই পলো বাওয়া উৎসবে যোগ দেন বিশ্বনাথ ইউনিয়নের ১৪-১৫ গ্রামের ছোট-বড় শত শত মানুষ।

এই পলো বাওয়া উৎসব দেখতে আশপাশের গ্রামের এবং দূরদূরান্ত থেকেও লোকজন সকাল থেকেই ছোট ছোট দল বেঁধে আসতে থাকেন বিলের পাড়ে।

এলাকাবাসী জানান, প্রায় দুইশ বছর ধরে এই বিলে ‘পলো বাওয়া’ উৎসব পালন হয়ে আসছে। প্রতি বছর শীত মৌসুমে এলাকাবাসী একত্রিত হয়ে বিলে মাছ শিকার করেন।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩