• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:১১:৫৫ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:১১:৫৫ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

এ বছর হচ্ছে না কেল্লা শহিদ মাজারের বার্ষিক ওরস

৯ আগস্ট ২০২৪ দুপুর ০২:৩৪:৪৬

এ বছর হচ্ছে না কেল্লা শহিদ মাজারের বার্ষিক ওরস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দেশের চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ বছর হচ্ছে না খরমপুর হজরত শাহ সৈয়দ আহমদ গেছু দারাজ প্রকাশ্যে কল্লা শহিদ (রহ.) বার্ষিক ওরস মোবারক।

৯ আগস্ট শুক্রবার সকাল ১১টায় খরমপুর মাজার শরীফ হলরুমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু।

খাদেম মিন্টু বলেন, ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত খরমপুর হজরত শাহ সৈয়দ আহমদ গেছু দারাজ প্রকাশ্যে কল্লা শহিদ (রহ.) বার্ষিক ওরস মোবারক আয়োজনের কথা ছিল। তবে অনিবার্য কারণবশত এ বছর ওরস মোবারক হচ্ছে না। এজন্য দেশের সমস্ত ভক্তদের ওরসের সময়কালে মাজারে না আসার জন্য অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য, প্রতি বছর মাজার শরিফে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ভক্তবৃন্দ এই মাজারে সমাগম হতো। বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বার্ষিক ওরসের আয়োজন না করার সিদ্ধান্ত নেয় মাজার পরিচালনা কমিটি।

এ সময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন খাদেম, মোজাম্মেল হক খাদেম, এন এন এইচ দুলাল খাদেম, রুস্তুম কামরান খাদেম, সাইফুল ইসলাম খাদেম রুজভেল্ট, মো. সোহাগ খান খাদেম, শাকির উদ্দিন খাদেম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সাটুরিয়ায় তেলের পাম্পে ভয়াবহ আগুন
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৩৬:৩৭


আজ আহমদুল কবিরের ২১ তম মৃত্যুবার্ষিকী
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:০৩:০১