• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৭:৫৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৭:৫৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

হাবিপ্রবিতে র‍্যাগিং ও মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

২৯ অক্টোবর ২০২৪ দুপুর ০২:৩১:২২

হাবিপ্রবিতে র‍্যাগিং ও মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)  র‍্যাগিং ও মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু করে ডিভিএম গেইট হয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

র‍্যালিটির উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এনামউল্ল্যা। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহাসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা।

র‍্যালির শুরুতে উদ্ধোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম এনামউল্ল্যা বলেন, আজকের র‍্যাগিং ও মাদক বিরোধী এই র‍্যালি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির জন্য, কিন্ত আমরা এই বিষয়টাকে শুধু র‍্যালির মধ্যে সীমাবদ্ধ রাখবো না। আমরা সবাই এই বিষয়টিকে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে এইটা পালন করার চেষ্টা করবো। আমরা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা আপনারা যারাই আছেন আমরা এই জিনিসটাকে অন্তর থেকে বাস্তবায়ন করার চেষ্টা করবো। কেউ যদি কোথাও র‍্যাগিংয়ের কোনো আলামত পান কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করবেন, আমরা কঠোর হস্তে তা দমন করবো।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বেলেন, নবীন শিক্ষার্থীরা তোমরা যদি কেউ মনে করো তোমাদের বড় ভাইরা তোমাদেরকে র‍্যাগ দিচ্ছে বা র‍্যাগিংয়ের শিকার হচ্ছো সাথে সাথে তোমরা ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগে জানাবা। পাশাপাশি আমাকে জানাবা আমি কঠোর ব্যস্থা নিবো। আপনাদের সহায়তায় আজ থেকে আমি আমাদের ক্যাম্পাসকে র‍্যাগিং ও মাদক মুক্ত ক্যাম্পাস ঘোষণা করলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮