নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আফাজ উদ্দিন বলেন, রানাভোলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মডেল এলাকা হিসেবে দেখতে চাই। এ লক্ষ্যে সকলে এক সাথে কাজ করব আমরা যাতে এলাকার ও মানুষের উন্নয়ন হয়।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সিরাজ মার্কেট এলাকার একটি ভবনে তুরাগ থানার রানাভোলা জনকল্যাণ সমিতি ও কমিউনিটি পুলিশিং এর কমিটি পরিচিতি ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
জনকল্যাণ সমিতির সভাপতি সৈয়দ আহমেদের সভাপতিত্বে মহিউদ্দিন সোহাগ রাজা পরিচিতি ও আলোচনা সভার সঞ্চালনা করেন। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আফাজ উদ্দিন, তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহাত খান, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহীর উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. রিপন হাসান খন্দকার, যুগ্ম আহ্বায়ক খোকা, যুগ্ম আহ্বায়ক চান মিয়া, ৫৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সোহেল ও ৫৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সফিক।
এছাড়াও উপস্থিত ছিলেন- জনকল্যাণ সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট সুরুজ্জামান, উপদেষ্টা সামাদ, মোর্শেদ আলম, সিনিয়র সহসভাপতি মো. মতি মিয়া, সহ সভাপতি মো. হারুন মোল্যা, মো. তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফ, নিরাপত্তা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক মো. তানজির, ধর্ম বিষয়ক সম্পাদক মো. তানজির জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহাত খান বলেন, আপনারা সবাই সহযোগিতা করলে এলাকায় যেকোনো মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজ নির্মূল করতে পারব বলে আশাবাদী। আমাদের পুলিশ সদস্যরা অনেকেই এখানে নতুন এসেছে, আপনারা পুরাতন আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন।
দীর্ঘদিন যাবৎ এলাকার সড়কগুলো উন্নয়নের নামে জনগণের ভোগান্তি হচ্ছে। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে সুরুজ্জামান বলেন, দ্রুত কাজ সম্পন্ন করে এলাকাবাসীকে মুক্তি দিন। এসময় সমিতির উপদেষ্টা সামাদ নবনির্বাচিত কমিটির নাম পড়ে সকলের সাথে পরিচয় করিয়ে দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available