• ঢাকা
  • |
  • রবিবার ২২শে পৌষ ১৪৩১ দুপুর ১২:৫৭:৩৭ (05-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২২শে পৌষ ১৪৩১ দুপুর ১২:৫৭:৩৭ (05-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বরুড়ায় ভূমি অফিস চত্বরে বসে মাদক সেবন, ৪ জনের কারাদণ্ড

৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:৫৬:০২

বরুড়ায় ভূমি অফিস চত্বরে বসে মাদক সেবন, ৪ জনের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলা ভূমি অফিস চত্বরে বসে মাদক সেবনের অভিযোগে চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বরুড়া উপজেলা ভূমি অফিস এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করে এ দণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বরুড়া পৌর এলাকার তলাগ্রামের বাবুল মিয়ার ছেলে ইব্রাহিম খলিল সুমন (২৪), তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় ওই গ্রামেরই বাবুল চন্দ্র দেবনাথের ছেলে সুশান্ত দেব নাথ (১৮) ও ওলিউল্লার ছেলে মেহেদী হাসানকে (১৮)। ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বেলভোজ গ্রামের তাজুল ইসলামের ছেলে রাকিব আহমেদকে (২৬)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন বলেন, ‘ভূমি অফিস এলাকায় মাদক সেবনের সময় তাদের আটক করা হয়। এরপর বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাদের।

এর আগেও আমরা কয়েকজনকে আটক করে কারাগারে পাঠিয়েছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আরিচা ও পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
৫ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:০৯:৪২








নাঙ্গলকোটে মাঠ ঢেকে রয়েছে সরিষা ফুলে
৫ জানুয়ারী ২০২৫ সকাল ১১:০৩:৩৪