পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেছেন, ‘দেশ মাদকমুক্ত না হলে কখনোই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়।’
২৩ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ঘোষেরহাট বাজারে অধিকার বাস্তবায়ন কমিটির (অবাক) ও ঘোষেরহাট টাইগার্স ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মাদকমুক্ত ইন্দুরকানী গড়তে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।
সভায় জিয়াউল আহসান গাজী বলেন, ‘দেশের কিশোর ও যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়লে সমাজে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বাড়বে। আমাদের সন্তানরা কোথায় কি করে, কার সঙ্গে মেশে, কোথায় যায়- অভিভাবকদের সেটা সবসময় খেয়াল রাখতে হবে। সন্তানরা বিপথগামী হয়ে পড়লে পরিবারে অশান্তি দেখা দেয়। সে কারণে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘কিছু রাষ্ট্র আমাদের দেশে মাদক ঢুকিয়ে দিচ্ছে। জাতিকে মেধাশূন্য করাসহ দেশে যাতে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়, সেজন্য পরিকল্পিতভাবে এগুলো করা হচ্ছে। সে কারণেই আওয়ামী লীগ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এ জন্য মাদকের বিরুদ্ধে প্রশাসন তৎপর রয়েছে। মাদক নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।’
ঘোষেরহাট টাইগার্স ক্লাবের সভাপতি ইকরামুল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) বিকাশ সরকার, অধিকার বাস্তবায়ন কমিটির (অবাক) চেয়ারম্যান মেহেদী হাসান, সমাজ সেবক মাকিদুল ইসলাম সিকদার ও আব্দুল কুদ্দুস।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লাভলু, ইন্দুরকানি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জেআই লাভলু, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবু, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা জাহিদ হোসেনসহ আরও অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available