• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১১:১২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১১:১২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

হাবিপ্রবিতে হলে হলে তল্লাশি, মিলেছে দেশীয় অস্ত্র, পেট্রোল বোমা

১৫ আগস্ট ২০২৪ সকাল ১১:৪৬:১২

হাবিপ্রবিতে হলে হলে তল্লাশি, মিলেছে দেশীয় অস্ত্র, পেট্রোল বোমা

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ের (হাবিপ্রবি) ছেলেদের পাঁচটি আবাসিক হলে শিক্ষক এবং শিক্ষার্থীদের হলভিত্তিক টিম গঠনের মাধ্যমে সাংবাদিকদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, পেট্রোল বোমা, মদের বোতল, নেশা করার সামগ্রী, কনডমসহ নানা ক্ষতিকর বস্তু পাওয়া গেছে।

১৪ আগস্ট বুধবার দুপুর ২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমেদ হল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল (নূর হোসেন হল) ও শেখ রাসেল (এক্সটেনশন হলের) শতাধিক কক্ষে সাংবাদিকদের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।

বিশ্ববিদ্যালয়টির শেখ রাসেল (নুর হোসেন) হলে ৯৬টি সামুরাই, ২টি হকিস্টিক, ৯২টি রড, ১৫৭টি এস এস পাইপ, ২৫৭টি বাঁশের লাঠি, ৩টি মদের বোতল, ১৬টি হেলমেট, ১টি চেইন, ৪ প্যাকেট কনডম, ৪টি প্লাস্টিক পাইপ, ৪টি পেট্রোল বোমা এবং কিছু মাদক সামগ্রী পাওয়া গেছে।

শেখ রাসেল (এক্সটেনশন) হলে ২৩টি সামুরাই, ৫টি দা, ৪৮টি রড, ৪৫টি পাইপ, ৭টি হকিস্টিক, ২৭টি লাঠি, ১১টি মদের বোতল, ২৩টি হেলমেট, ১টি গাঁজার কলকি।

তাজউদ্দীন আহমেদ হল তল্লাশি করে ৭টি সামুরাই, ২৭টি রড, ১৪৯টি লাঠি, ২টি বাঁশ, ১৯টি পাইপ, ১টি করাত, ১টি প্লাস, ১টি চেইন, ২টি স্ট্যাম্প, ১টি হকিস্টিক, ১টি মদের বোতল, ১টি কলকি পাওয়া গেছে। অপরদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে তল্লাশি করে ৯টি সামুরাই, ৫৫টি এস এস পাইপ, ৪০টি বাঁশের লাঠি, ৩৬টি বাঁশ এবং কাঠের লাঠি, ৭২টি রড এবং প্লাস্টিকের চিকন পাইপ, ২টি হেলমেট, ১টি ব্যবহারকৃত মদের বোতল, কিছু মাদক সামগ্রী গ্রহণের উপকরণ পাওয়া গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল তল্লাশি করে ১৮টি সামুরাই, ৭১টি এস এস পাইপ, ১৮টি বাঁশের লাঠি, ১১৩টি লোহার রড, ১৩টি হকিস্টিক, ১৫টি লাঠি, ৮টি প্লাস্টিক পাইপ, ২টি হেসকো ব্লেড, ১টি ডেগার, ৫টি মদের বোতল পাওয়া গেছে।

সাংবাদিক সমিতির সদস্যদের উপস্থিতিতে অভিযানকালে হল প্রশাসনের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ও সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন। উদ্ধারকৃত অস্ত্রসহ সব উপকরণ রেজিস্ট্রার মারফতে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হয়।

শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসিক হল থেকে এমন অস্ত্র পাওয়া কাম্য নয়। তবে আশা রাখছি, তারা তাদের ভুল বুঝতে পেরে তাদের সংশোধন করবে এবং তারাই ভবিষ্যতের তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ করবে।

সাধারণ শিক্ষার্থীরা বলছেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের এবং আবাসিক হলগুলোর নিরাপত্তা চাই। রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে যেন শান্তি, শৃঙ্খলার অবনতি না করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩