• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই ফাল্গুন ১৪৩১ দুপুর ১২:২৬:২৯ (21-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই ফাল্গুন ১৪৩১ দুপুর ১২:২৬:২৯ (21-Feb-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

১৭ অক্টোবর ২০২৪ সকাল ০৮:১৬:০৩

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোলাগুলিতে শাহনেওয়াজ ওরফে কাল্লু (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জে একটি চাপের দোকানে কাজ করতেন।

১৭ অক্টোবর বুধবার রাত সাড়ে এগারোটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জেনেভা ক্যাম্পের সামির নামে একজন জানান, ক্যাম্পে প্রায়ই মাদক ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি এবং হত্যার মতো ঘটনাও ঘটে। বুধবার রাতে জেনেভা ক্যাম্পে আবারও মাদকের আধিপত্যকে কেন্দ্র করে গোলাগুলি শুরু করে শীর্ষ মাদক কারবারি ভূইয়া সোহেল গ্রুপ ও মাদক কারবারি পারমনু গ্রুপ।

এ সময় ভূইয়া সোহেল গ্রুপের গুলিতে শাহ নেওয়াজ কাল্লু নামের যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। ভূইয়া সোহেল বর্তমানে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি। সোহেল, তার ভাই রানা ও টুনটুনের হাতে নিয়ন্ত্রিত হয় পুরো ক্যাম্প এলাকার হেরোইন কারবার৷ তাদের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরেই থেকে যান তারা।

তিনি আরও জানান, শাহ নেওয়াজ কাল্লু জেনেভা ক্যাম্পের আরেক মাদক কারবারি লালনের বড় ভাই। লালন জেনেভা ক্যাম্পের মাঝারি পর্যায়ের একজন মাদককারবারি। তার নামেও রয়েছে বেশ কয়েকটি মাদক মামলা। তিনি আরেক মাদককারবারি পারমনুর বিশ্বস্ত সহযোগী।

জানা যায়, নিহত শাহ নেওয়াজ ওরফে কাল্লু মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে ছিলেন। তিনি জেনেভা ক্যাম্পের ৮ নম্বর ব্লকে থাকতেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী ইফতেখার হাসান বলেন, গোলাগুলিতে জেনেভা ক্যাম্পে কাল্লু নামে একজন গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা গুলি করেছে প্রাথমিকভাবে তিনি সেটা বলতে পারেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কাউনিয়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
২১ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:৫৮:৩৩



ভয়াবহ বন্যার কবলে লাতিন আমেরিকার দেশ পেরু
২১ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:৩১:৫৫

উল্লাপাড়ায় বাসচাপায় দুই অটোভ্যান যাত্রী নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:৩১:৪৩





PrevNext
February 2025
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
232425262728