• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০১:১৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০১:১৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

গণমাধ্যম

টাঙ্গাইলে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

৩০ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৩৯:৫৬

টাঙ্গাইলে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলে সাংবাদিকদের পেশাগত মান ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে ‘মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর শনিবার কালিহাতীর এলেঙ্গা বঙ্গবন্ধু সেতু ব্রিজ রিসোর্টের মিনি কনফারেন্স রুমে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) মহাসচিব খায়রুজ্জামান কামাল। বাংলা ভিশনের সাবেক বার্তা সম্পাদক নাসরিন বেগম গীতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপ-প্রধান বার্তা সম্পাদক মো. শওকত আলী।

মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘন, নারী অধিকার সনদ (সিডো), শিশু অধিকার সনদ, মানবাধিকার, নারী ও শিশু অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা, হতদরিদ্র নারীদের মানবাধিকার আদায়ে সমতা নিয়ে সাংবাদিকদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় জেলার ভূঞাপুর ও কালিহাতী উপজেলার ২৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। এরমধ্যে ভূঞাপুরে ১৬জন এবং কালিহাতীতে ৯ জন প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ সমাপনী শেষে অংশ নেয়া সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, অভিজিৎ ঘোষ, মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩