• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৩৮:৩৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৩৮:৩৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

মানুষ মানুষের জন্য

বাঁচতে চায় ২ কিডনি নষ্ট হওয়া জানে আলম

২১ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪০:৫২

বাঁচতে চায় ২ কিডনি নষ্ট হওয়া জানে আলম

কেরানীগঞ্জে (ঢাকা) প্রতিনিধি: বয়স ৪৬ বছর, বুঝতেই পারেননি  মারণ অসুখ বাসা বেঁধেছে কিডনিতে। যখন জানা গেলো তখন তার দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। কেরানীগঞ্জের জানে আলম এখন কিডনিরোগে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায়। ব্যয়বহুল এ রোগের চিকিৎসা করাতে গিয়ে জানে আলমের পরিবার এখন দিশেহারা।

জানা যায়, স্ত্রী কিংবা স্বজনদের সামর্থ্য নেই এত অর্থ ব্যয় করে তাকে বাঁচিয়ে রাখার। অভাবের সংসারে এ পরিবারের পাশে পাশে দাড়ানোরও কেউ নেই। বাবা-মা বৃদ্ধ, ছোট ছেলেকে নিয়ে স্ত্রী চলে গেছেন বাবার বাড়ি। চিকিৎসার ব্যয়ভার বহন করার মত তার নেই কোন আর্থিক সংগতি। নিরূপায় জানে আলম তাই বাঁচার আশায় সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।

সৌদি প্রবাসী জানে আলমকে কিডনী সমস্যার কারণে ২০২১ সালে বাংলাদেশে পাঠিয়ে দেয়া সেখানকার কতৃপক্ষ। স্বজনরাও তার রোগের কথা শুনে কেউ আশ্রয় দেয় নি। পরে বাধ্য হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি এলাকায় ভাড়া বাসা ওঠেন তিনি। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়।

জানে আলম বলেন, ২০২১ সালের জানুয়ারি মাসে আমি সৌদি আরবে অসুস্থ হয়ে পড়লে হাসপালে নিয়ে জাওয়া হয়। সেখানে জানতে পারি আমার দুটো কিডনিতে সমস্যার কথা। পরে কোম্পানী  আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। দেশে এসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে দেখালে সেখানে কিডনি বিশেষজ্ঞ ডা. নয়ন রঞ্জন সরকার পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, আমার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। সেই থেকে ডায়ালাসিস করে বেঁচে আছি। হাসপাতালে যাওয়ার রিকশা ভাড়াটাও নেই আমার কাছে। সাপ্তাহে ২ থেকে ৩বার ডায়ালাসিস করতে হয়। না পারলে আর করা হয় না। প্রতিমাসে ২৫ হাজার টাকার মতো লাগে আমার। দিন দিন আমার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ডাক্তাররা বলেছে আমার একটি কিডনী প্রতিস্থাপন করতে ২৫ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন। ঠিক মতো খাবার কিনতে পারি না সেখানে চিকিৎসার টাকা জোগাড় করবো কিভাবে বলে কেঁদে ফেলেন তিনি।

প্রতিবেশীরা জানান, তার সহায় সম্বল বলে তেমন কিছু নেই। পরিবার ও স্বজনদের আর্থিক অবস্থাও ভালো না। দুই কিডনি নষ্ট হয়ে সে এখন মৃত্যুশয্যায়। নিজেকে বাঁচাতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও প্রবাসীদের সাহায্য কামনা করেছেন অসুস্থ জানে আলম।

জানে আলমকে সাহায্য পাঠানোর ঠিকানা: জানে আলম, ইসলামি বাংক, ডামুড্যা শাখা। হিসাব নম্বর- ২০৫০২৮২০২০০৯৯৩০০২।  যোগাযোগ ও বিকাশ নাম্বার: ০১৩১৪৪৬০০৩৮

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সাটুরিয়ায় তেলের পাম্পে ভয়াবহ আগুন
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৩৬:৩৭


আজ আহমদুল কবিরের ২১ তম মৃত্যুবার্ষিকী
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:০৩:০১







নতুন লুকে বিদ্যা সিনহা মিম
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ১২:১০:২১