মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সম্প্রতি সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি পরিবারের পাশে দাঁড়িয়েছে বিউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার সারা দিনব্যাপী বিউপির সাংবাদিকরা মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে ১৩৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে।
এর আগে রোববার ও সোমবার মাটিরাঙ্গার তাইন্দং, তবলছড়ি, আমতলী ইউনিয়নসহ উপজেলার প্রায় ৭টি ইউনিয়নের প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা।
এ সময়, বিউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩ জন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ কাজে স্থানীয় বন্ধু জুনিয়র যুব ক্লাবসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা তাদের সার্বিক সহযোগিতা করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available