• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৮:৫৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৮:৫৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে শিশুকে অপহরণের পর হত্যা: ১ জনের ফাঁসি, ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

২০ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:৩০:২০

ফরিদপুরে শিশুকে অপহরণের পর হত্যা: ১ জনের ফাঁসি, ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে আট বছরের শিশুকে অপহরণের পর হত্যা মামলায় এক জনের ফাঁসি ও এক জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

১৯ ফেব্রুয়ারি সোমবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মো. জিন্দার খলিফা। তিনি জেলার নগরকান্দা উপজেলার মেহেরদিয়া গ্রামের টুকু খলিফার ছেলে। অপরজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন মাহাবুল শেখ। তিনি একই এলাকার কাজু শেখের ছেলে।

রায় ঘোষণার সময় জিন্দার খলিফা ও মাহাবুল শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি স্বপন পাল জানান, জেলার নগরকান্দা উপজেলার মেহেরদিয়া গ্রামের পাচু খলিফার ছেলে আবু বক্কার (৮) গত ২০১৯ সালের ১ জুলাই বিকালে পুড়াপাড়া বাজারে যায়। বাজার থেকে মাহাবুল শেখ ওই শিশুকে তার ইজিবাইকে তুলে নিয়ে যায়।

পরে মোবাইল ফোনে জিন্দার খলিফা ও মাহাবুল ওই শিশুর পিতার কাছে মুক্তিপণ বাবদ ৩ লাখ টাকা দাবি করে। মুক্তিপণ না দেওয়ায় শিশু আবু বক্কারকে হত্যা করে একটি খালের কচুরিপানার মধ্যে ঢেকে রাখে। এ ঘটনায় পাচু খলিফা নগরকান্দা থানায় মামলা দায়ের করেন। সাক্ষী ও শুনানির পর আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩