• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩১:১৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩১:১৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বাকৃবির আবাসিক হলে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ৫, আটক ৪

৬ জুন ২০২৪ সকাল ০৯:৪৬:৫৩

বাকৃবির আবাসিক হলে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ৫, আটক ৪

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলের সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে অন্তর্কোন্দলের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৫ জুন বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ নাজমুল আহসান হলের ভেতরেই ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছেন এবং হলের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করে সংঘর্ষের লিপ্ত হওয়ার কারণে ৪ জনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. শহীদুল আলম। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠনা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, শহীদ নাজমুল আহসান হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের গেস্টরুমের নামে মারধর করে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। একারণে হলের সিনিয়রদের ওপর ক্ষিপ্ত ছিলেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এর জের ধরেই বুধবার সন্ধ্যায় হলের সিনিয়রদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এ সময় অন্যান্য হল থেকে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ঝামেলা মেটাতে আসলে তাদের সকলের ওপর চড়াও হয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। একপর্যায়ে ঘটনাটি বিশাল মারামারির আকার ধারণ করে। পরে হলের ভিতর জানালার কাচ ভাংচুর করে শিক্ষার্থীরা।

অন্য একটি সূত্র জানিয়েছে, ছাত্রলীগের কর্মী যারা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত তাদের সাথে ছাত্রলীগের অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের হলের সিট সংক্রান্ত কারণে অন্তর্কোন্দলের সৃষ্টি হয়। পরে নিজেদের মধ্যে গালাগালি ও কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে ঘটনা সংঘর্ষে রূপ নেয়। এসময় লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে নাজমুল আহসান হল রণক্ষেত্রে পরিণত হয়। মারামারির সময় হলের বেশ কিছু রুমের জানালা, দরজা ভেঙে ফেলা হয়। মারামারির একপর্যায়ে ছাত্রলীগের সভাপতি পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে আসলে তাকে উদ্দেশ্যে করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

মারামারিতে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের মোট ৫ জন আহত হয়। এর মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বলে জানিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. শহীদুল আলম।

এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'সন্ধ্যা সাতটার কিছু আগে টিএসসিতে বন্ধুদের সাথে বসে ছিলাম। হঠাৎ করে নাজমুল আহসান হল থেকে প্রচন্ড হট্টগোল শুনতে পাই। কিছুটা এগিয়ে যেতেই ওই হলের এক বড় ভাইয়ের সাথে দেখা হলে তিনি বলেন যে, হলে মারামারি হচ্ছে। এর কিছুক্ষণ পরেই কয়েকজন শিক্ষার্থীকে প্রাণপণে দৌড়ে যেতে দেখে এবং তাদের পিছনে আরও কজনকে ধাওয়া করে যেতে দেখি। ধাওয়াকারীরা রীতিমতো 'ধর ওদের ধর ওদের' বলতে বলতে দৌঁড়াচ্ছিলো। এর কিছুক্ষণ পরেই ওই হল এবং পূবালী ব্যাংক সংলগ্ন সড়ক দিয়ে ১২ থেকে ১৫টি মোটরসাইকেলকে যেতে দেখি৷এক একটি মোটরসাইকেলে ২ থেকে ৩ জন করে ছিলো এবং প্রত্যেকের হাতেই বিভিন্ন দেশীয় অস্ত্র (রামদা, ছুরি, হকিস্টিক, ক্রিকেট স্ট্যাম্প, সাইকেলের চেইন ইত্যাদি) ছিলো। মোটরসাইকেলগুলো নিয়ে তারা বোটানিক্যাল গার্ডেনের সামনে দিয়ে কে আর মার্কেট এবং কৃষি অনুষদের করিডোর হয়ে আব্দুল জব্বার মোড়ের দিকে চলে যায়।'

বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. পার্থ সেন বলেন, 'আমার কাজ শুরু হয়েছে রাত ৯টা থেকে। আমার আগে বিকাল ৩টা থেকে ডিউটিতে ছিলেন ড. মো. সাদিকুল ইসলাম খান। ডা. সাদিকুল ইসলাম আমাকে যতটুকু জানিয়েছেন তাতে আহত অবস্থায় কোনো শিক্ষার্থী হেলথ কেয়ারে আসেননি। শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স নিয়ে নিজেরাই হয়ত মময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলে গিয়েছেন এমনটিই জানিয়েছেন আমাকে ডা. সাদিকুল।'

এবিষয়ে জানার জন্য ডা. সাদিকুল ইসলামের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ের বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. আরিফ সাকিল বলেন, 'হলের নিয়ম-শৃঙখলা ভঙ্গ করে বিশৃঙখলা সৃষ্টির কারণে ওই ঘটনার সাথে জড়িত দ্বিতীয় বর্ষের চার শিক্ষার্থীকে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেছেন হল প্রভোস্ট। বর্তমানে তারা কোতোয়ালি থানায় পুলিশের হেফাজতে আছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. শহীদুল আলম বলেন, ‘কী কারণে ঘটনাটি ঘটেছে আমি এখন বলতে পারছি না। আমরা চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত সাপেক্ষে জানা যাবে ঘটনা কী ঘটেছে। এই ব্যাপারে সবার সহায়তা কামনা করছি। আর আমার জানা মতে এই ঘটনায় পাঁচ জনের মতো আহত হয়েছেন। যার মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং একজন কে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। চার ছাত্রকে আমরা প্রক্টরের হাতে তুলে দিয়েছি। পরে তারা তাদেরকে কী করেছেন এই ব্যাপারে আমরা বলতে পারছি না।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩