• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৩৬:৫৮ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৩৬:৫৮ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

বিশ্ব বাণিজ্য সংস্থায় আর্থিক অনুদান স্থগিত যুক্তরাষ্ট্রের

২৮ মার্চ ২০২৫ দুপুর ১২:১৮:১৬

বিশ্ব বাণিজ্য সংস্থায় আর্থিক অনুদান স্থগিত যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব বাণিজ্য সংস্থায় সব ধরনের আর্থিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট তিন সূত্রের বরাতে এমনটা জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

এ সিদ্ধান্তের ফলে নতুন করে আর্থিক জটিলতায় পড়বে জেনেভা ভিত্তিক বাণিজ্য পর্যবেক্ষক সংস্থাটি। যুক্তরাষ্ট্রের সরকারি খরচ কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, চলতি মাসের শুরুতে বিশ্ব বাণিজ্য সংস্থার এক বাজেট সভায় অর্থ প্রদান স্থগিত রাখার কথা জানান এক মার্কিন প্রতিনিধি। সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নেয় ওয়াশিংটন। এছাড়াও, বন্ধ করে দেয়া হয় দেশটিতে চলমান বিভিন্ন কর্মসূচির তহবিল।

ট্রাম্প প্রশাসন বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো থেকে পিছু হটছে, যেগুলো তার ‘আমেরিকা ফার্স্ট’ অর্থনৈতিক নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে। এটি কিছু সংস্থা থেকে পুরোপুরি সরে আসার পরিকল্পনা করছে, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং অন্যদের জন্য অর্থায়ন কমিয়ে দিচ্ছে, যা যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যয়ের পর্যালোচনার অংশ।

প্রসঙ্গত, ২০১৯ সালে ট্রাম্পের প্রথম দফার শাসনামলে, যুক্তরাষ্ট্র WTO-র সর্বোচ্চ আপিল আদালতে নতুন বিচারক নিয়োগ অবরুদ্ধ করেছিল। এর ফলে সংস্থাটির গুরুত্বপূর্ণ বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা আংশিকভাবে অকার্যকর হয়ে পড়ে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক
২ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৫:৫৭