নারায়ণগঞ্জ প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, বিজয় উদযাপন শুধু মিছিল মিটিংয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রকৃত স্বাধীনতার স্বাদ পেতে হলে আমাদেরকে দেশের কল্যাণে অতন্দ্র প্রহরী হয়ে কাজ করতে হবে।
১৬ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিলে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
মাসুম বিল্লাহ বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর এদেশের মানুষ ১৬ ডিসেম্বর শুধু বিজয় দিবস উদযাপন করেছে কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারে নাই। গত জুলাই-আগস্টের ছাত্র জনতার বিপ্লবে দেশ পুনরায় আবার স্বৈরাচারমুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। স্বৈরাচার মুক্ত হওয়ার পর এই প্রথম বিজয় দিবসে জনতার ব্যাপক উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। হাজারো মানুষ বিজয় উদযাপন করার জন্য রাজপথে এসে আনন্দ মিছিল করছে, দেখে মনে হচ্ছে আমরা হয়তো স্বাধীনতা স্বাদ পেতে যাচ্ছি।
তিনি বলেন, আমরা আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। সংখ্যানুপাতিক হারে ভোট গ্রহণ করে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে দেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্র হিসেবে দেখতে চাই। তাই সকলকে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে হাতপাখাকে সামনে নিয়ে অগ্রসর হওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ নুর হোসেন, জাহাঙ্গীর কবির, ডা. সাইফুল ইসলাম, মাও. শামসুল আলম, বিলাল খান, মুহা. ওমর ফারুক প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available