স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: ‘দেশের ৮৭ শতাংশ এমপি প্রার্থীরা কোটিপতি’ টিআইবির এমন প্রতিবেদন সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী মাহবুবউল আলম হানিফ বলেছেন, সব মানুষের আয় বেড়েছে, তার মানে এই নয় যে সবাই দুর্নীতি করেছে। এমপিদেরও আয় বেড়েছে, সম্পদ বেড়েছে, সবারই ব্যবসা-বাণিজ্য আছে। তার মানে এই নয় যে, তারা দূর্নীতি করেছে।
না জেনে এইসব কথা তুলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না বলে মন্তব্য করে তিনি।
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনের সামনে নৌকার নির্বাচনী প্রচারণা দলের সাথে মতবিনিয় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
এসময় অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন প্রসঙ্গে বিএনপি কথা বলার অধিকার হারিয়েছে। মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।
অতীতের যে কোন সময়ের তুলনায় এই নির্বাচনে বেশি মানুষ অংশ নেবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা।
পরে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন গো-স্বামী দূর্গাপুর ইউনিয়ন এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভাসহ বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available