• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:০৯:২১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:০৯:২১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আখাউড়ায় মা সমাবেশ অনুষ্ঠিত

৩ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৪২:২৪

আখাউড়ায় মা সমাবেশ অনুষ্ঠিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মানসম্মত শিক্ষা ও সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব এবং মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকালে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল।  

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, আইনমন্ত্রী আনিসুল হকের ব্যাক্তিগত সহকারী শফিকুল ইসলাম সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান নাজিম, ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. শাহআলম খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদ হোসেন।

সমাবেশে ছাত্রছাত্রীসহ এলাকার ৩ শতাধিক মায়েরা অংশ গ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। সন্তানদের একাডেমিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধের উপরও জোর দিতে হবে। শুধু ভালো ছাত্র হলে চলবে না, একইসাথে ভালো মানুষও হতে হবে। এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা প্রধান।

এসময় বক্তারা সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ হোসেন, আমোদাবাদ আলহাজ্ব শাহআলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. তারেক, দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মজনু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অহিদ ভুঁইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. রাজিব উদ্দিন ভুঁইয়া, মো. শাহারিয়া মোল্লা প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩