নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অনেক অত্যাচার সহ্য করেছি; এবার জবাব দেবো। ছেড়ে দেওয়ার দিন শেষ, আর কাউকে ছাড় দেয়া হবে না। ১৮ জুলাই বুধবার সকালে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আব্দুল্লাহপুর থেকে পদযাত্রা শুরুর সময় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আমাদের দেশ রক্ষা করতে হবে আমাদেরকেই। গণতান্ত্রিক আন্দোলনে আমরা যে অত্যাচারের শিকার হয়েছি তার জবাব অধিকার আদায়ের মাধ্যমে দেয়া হবে। আপনারা শান্তি সমাবেশের নামে অশান্তি করছেন। গত ১৫ বছর আপনাদের অত্যাচার সহ্য করেছি। গতকালও নোয়াখালীতে আমাদের লোকদের মেরেছেন, লক্ষ্মীপুরে লোক মেরেছেন।
তিনি বলেন, বাধা অতিক্রম করেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। এক দফা এক দাবি, এ প্রত্যয়ে পদযাত্রার মাধ্যমে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।
মির্জা আব্বাস আরও বলেন, সংবিধান থেকে একচুলও নড়বেন না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের সাহেব। আমরাও সংবিধানের বাইরে যাব না। কিন্তু সে সংবিধান হবে বাংলাদেশের সংবিধান, খায়রুল হকের সংবিধান না। যে সংবিধানে কাটাছেঁড়া করা হয়নি, সেই সংবিধানের অধীনে আমরা নির্বাচন চাই।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ দলটির সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available