• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৯:০৭ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৯:০৭ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

বেইজিংয়ে বাংলাদেশ কমিউনিটির মিলনমেলা অনুষ্ঠিত

২১ এপ্রিল ২০২৪ দুপুর ০২:৩৪:২৬

বেইজিংয়ে বাংলাদেশ কমিউনিটির মিলনমেলা অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে পহেলা বৈশাখ-১৪৩১ ও ঈদুল ফিতর উপলক্ষে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দেশীয় ঘরোয়া খেলা, বাংলা লোকসংগীত পরিবেশনসহ বাংলাদেশি নানা পদের খাবারের আয়োজন করা হয়েছিল।

২০ এপ্রিল শনিবার বেইজিংয়ের প্রাণকেন্দ্র চাওইয়াং পার্কে বাংলাদেশি কমিউনিটির এই আয়োজনে বিভিন্ন পেশার পাশাপাশি অনেক প্রবাসী শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

মিলনমেলার পৃষ্ঠপোষকতা করেন ইঞ্জিনিয়ার মো. সামছুল হক।  বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি ও পিএইচডি গবেষক জান্নাতুল আরিফ পুরো প্রোগ্রামের সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

প্রোগ্রাম পরিচলনার দায়িত্ব পালন করেন ক্যাপিটাল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ডা. মো. মনিরুজ্জামান শিহাব ও চায়না ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়ামের শিক্ষার্থী মঈন উদ্দিন হেলালী তৌহিদ।

বাংলাদেশ কমিউনিটি-২০২৪ এর মিলনমেলা সফল করার জন্য নর্থ চায়না ইলেক্ট্রিক পাওয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী শুভ্র, চিংহুয়া ইউনিভার্সিটির অর্জুন ও বেইজিং জিয়াতং ইউনিভার্সিটির সবুজ প্রোগ্রাম বাস্তবায়ন টিম মেম্বার হিসাবে কাজ করেন।

মিলনমেলায় আগত পিএইচডি গবেষক উম্মে হাবিবা সাদিয়া বলেন, দেশের বাহিরে এই রকম প্রোগ্রামে উপস্থিত হওয়া সবসময় আমার কাছে আনন্দের ব্যাপার।

মিলনমেলায় অংশগ্রহণকারী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক  শিমুল চন্দ্র সরকার বলেন, একসাথে এত দেশি মানুষ দেখি আমি উচ্ছাসিত। অনূভুতি প্রকাশ করা সম্ভব না।

মিলনমেলার পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মো. সামছুল হক বলেন, আমি গত ৪৫ বছর থেকে বেইজিং এ বসবাস করছি। আশা রাখছি, আগামী দিনে এই রকম আরও দেশি প্রোগ্রাম আয়োজনের সাথে আমি সরাসরি সম্পৃক্ত থাকতে পারবো।

প্রোগ্রামের সমন্বয়ক জান্নাতুল আরিফ বলেন, আমাদের দেশীয় সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য আগামী দিনেও আমাদের বিভিন্ন ধরনের প্রয়াস অব্যাহত থাকবে।

সারাদিন ব্যাপি এই মিলনমেলায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও র‌্যাফেল ড্রয়ের আয়োজনের মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ