• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৩:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৩:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

আর কতো প্রাণ নিলে শান্ত হবে মেঘনা!

২৯ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:১৭:৩৯

আর কতো প্রাণ নিলে শান্ত হবে মেঘনা!

ভোলা সদর প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার অববাহিকায় বহুল আলোচিত মেঘনা নদী। এই মেঘনা যে কত মানুষের জীবন কেড়ে নিয়েছে সেই হিসেব হয়তো কারো জানা নেই। এর শেষ কোথায়? এই কথা হয়তো কারো কাছেই নেই। তবে কি নদী পথ সর্বহারাদের জন্য মহামারি? সেই প্রশ্ন অনেকেরই।

জীবন জীবিকার অর্থ উপার্জনে ব্যস্ত পৃথিবীর সকল মানুষ। তবে সবার জীবনমান এক না থাকায় তাদের জীবন পরিচালনার ধারাও ভিন্ন রকম হয়। কেউবা বিশাল মাপের চাকুরি করে, আবার কেউবা দিন এনে পান্তা পুরায়।

সমসাময়িক প্রেক্ষাপটে নানান গল্পের মোহনায় হারিয়ে যায় এমন হাজারো মায়ের কান্না গুলো। যার বুক খালি হয় সেই তো বুঝে,অশ্রু ঝরা ভিতর-বাহিরের অটল সীমাহীন কষ্ট।

বিশ্বাস রেখো প্রিয়, কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর পর তোমরা আর আমাকে মনে রাখবে না। তোমরা সবাই ভুলে যাবে আমার স্মৃতি, ভুলে যাবে আমার সব দুষ্ট-মিস্টি ভাষা আর আমার সব মহিমান্বিত হাসিমাখা গল্প গুলো। তোমাদের এসব কার্যকারণী দেখে আমি খুব অবাক হয়ে বিস্মিত চোখে দেখি আর ভাবী, তোমরাও পারলে আমাকে মুছে ফেলতে? তোমাদের জীবনের অধ্যায় থেকে?

হয়তো এভাবেই কোনো ব্যক্তি নদীর পারে থাকা মানুষদের খুব কষ্ট নিয়ে বুঝাতে চায়। আমাকে মেঘনা নিয়ে যাচ্ছে তোমরা একটু উদ্ধার করার চেষ্টাও করলে না। আমি চলে গেলাম এই যে আমাকে ভুলে যাবে তোমরা, এটা আমি মনে রাখবো। ট্রলারডুবী, দুর্ঘটনা, কিংবা নানাবিদ কারণে এমন হাজারো জীবন ঝরেছে মেঘনার কবলে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ৫ বছরে মেঘনায় প্রাণ হারিয়েছে ৩শ’ বেশি মানুষ। গত ২২ জানুয়ারি ট্রলার ডুবে বাবা, ছেলে নিখজ হওয়ার রোববার এক জনের মরদেহ উদ্ধার করা হয়। এভাবে আর কতো প্রাণ নিলে শান্ত হবে মেঘনা?

এ নিয়ে কথা হয় জেলা প্রশাসক আরিফুজ্জামানের সাথে। মেঘনায় কুলে এমন নিয়ন্ত্রণহীন প্রাণ ঝরার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, নানানমুখী পদক্ষেপ গ্রহণের চেষ্টা চলছে। সেক্টর টু সেক্টর সকলকে মৃত্যু ঝুঁকি কমাতেও নির্দেশ দেওয়া হয়েছে ।

তিনি আরও বলেন, ভোলা বর্তমানে ডুবুরী দল নেই। যথাসম্ভব ডুবুরী দল ভোলায় স্থায়ী ভাবে আনার আশ্বাস দেন জেলার সর্বোচ্চ কর্মকর্তা জেলা প্রশাসক। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩