• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৯:৫৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৯:৫৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লংগদুতে ২ ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

৪ মে ২০২৪ দুপুর ০২:১৫:০৯

লংগদুতে ২ ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির লংগদু উপজেলায় দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক ফারুক আহমদকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশাখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওলি উল্লাহ।

৪ মে শনিবার গুলশাখালি ইউনিয়নের ২নং ওয়াডর্স্থ রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। এই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একই মাদ্রাসার ৩য় শ্রেণির অন্য এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠলে এলাকার মানুষ তা স্থানীয়ভাবে সমাধান করে দেন।

সহকারী শিক্ষক ফারুক আহমেদ একজন সাবেক পুলিশ সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। শিক্ষা প্রতিষ্ঠান ‘রাজারবাগ মাদ্রাসা’ লংগদু উপজেলার ৩নং গুলশাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত।

স্থানীয় জন প্রতিনিধিরা জানান, ওই শিক্ষক ফারুক আহমেদ বাগান থেকে বাঁশ আনবে বলে শিশু দুজনকে বাঁশ বাগানে নিয়ে যায়। পরে স্থানীয় টং ঘরে নিয়ে গিয়ে ওই ২ শিক্ষার্থীকে বলৎকার করার অভিযোগ উঠেছে শিক্ষক ফুরুক আহমদের বিরুদ্ধে।

এ বিষয়ে শিশুদের পরিবারে এক জনের চাচা জালাল এবং অন্যজনের বাবা শহিদ জানায়, শিক্ষক যদি এমন আচরণ করে, তাহলে আমাদের সন্তান কার কাছে নিরাপদ থাকবে। আমরা মামলা করেছি, এর সঠিক বিচার চাই।

রাজারবাগ মাদ্রাসার প্রধান মাওলানা হাফিজ জানান, শুক্রবার আমাদের মাদ্রাসা বন্ধ ছিলো। ফারুক স্যার আমাকে কল দিয়েছিলো, তিনি উপরের বাগান থেকে কিছু বাঁশ আনবে। সেই সুবাদে মাদ্রাসার ছাত্রদের সাথে নিয়ে যায় এবং এ কাজ করে।

স্থানীয় ইউপি সদস্য গোলাম মাওলা বলেন, বলাৎকারের শিকার ২ শিশু শিক্ষার্থীর পরিবার আমার নিকট আসলে আমি উভয় পক্ষকে নিয়ে বসি। দুই পক্ষের কথা শুনে আমি তাদের আইনের আশ্রয় নিতে পরামর্শ প্রদান করেছি।

গুলাশাখালী ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে আমার কাছে খবর আসলে, আমি বিষয়টি জানার চেষ্টা করি এবং পরবর্তীতে তাদের কথা শুনে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ প্রদান করি।

পুলিশ ফাঁড়ি ইনচার্জ ওলি উল্লাহ বলেন, বিষয়টি আমাদের নজরে আসলে অভিযুক্ত ফারুক আহমদকে জিজ্ঞেসাবাদের জন্য ফাঁড়িতে নিয়ে আসি। পরবর্তীতে আজ তাকে আমাদের থানায় হস্তান্তর করি।

লংগদু থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা অভিযোগ আমলে নিয়েছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। তবে তার বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩