• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:১৪:৩৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:১৪:৩৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

খেলা

ইনস্টাগ্রামে আবারো শীর্ষ আয়ের ক্রীড়াবিদ হলেন রোনালদো

১১ আগস্ট ২০২৩ দুপুর ১২:২৯:৪৬

ইনস্টাগ্রামে আবারো শীর্ষ আয়ের ক্রীড়াবিদ হলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবলে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী টানা তৃতীয় বছরের মতো ইনস্টাগ্রামের শীর্ষ আয়ের ক্রীড়াবিদ হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো । ইনস্টাগ্রামের আয়ে এবারো পেছনে ফেলেছেন আর্জেন্টাইন জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসিকেও।

এই নিয়ে টানা তিন তৃতীয়বারের মতো প্রথম হয়েছেন তিনি।

গত মাসে মেসিকে টপকে রীতিমতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন রোনালদো। ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় রোনালদোর সবার ওপরে থাকার বিষয়টি নিশ্চিত করে গিনেস কর্তৃপক্ষ। এবার ২০২৩ সালের ইনস্টাগ্রামে শীর্ষ আয়ের ব্যক্তি হলেন সিআরসেভেন।

তালিকাটি তৈরি করেছে ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হুপার এইচকিউ। অভ্যন্তরীণ ও উন্মুক্ত তথ্যের ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে। ইনস্টাগ্রাম ও ইউটিউবের প্রতিটি পোস্টের জন্য ব্যবহারকারীরা কত অর্থ পান, সেটা বিবেচনা করা হয়েছে।

হুপার এইচকিউর ডেটা অনুযায়ী, রোনালদো ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য ৩.২৩ মিলিয়ন ডলার পান। বাংলাদেশি মুদ্রায় যা ৫ কোটি ৪৯ লাখ টাকা। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা প্রায় ৬০ কোটি। এখানেও রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্রতিটি পোস্টের জন্য পান ২.৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৮ কোটি ৫৬ লাখ টাকা।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮