• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৪২:৩২ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৪২:৩২ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ পিতা আটক

৬ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৫৬:৩২

কুমিল্লায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ পিতা আটক

প্রতিনিধি কুমিল্লা: কুমিল্লার দেবীদ্বারে সৎপিতা কর্তৃক কন্যা (৮) ধর্ষনের অভিযোগে বিক্ষুব্ধ জনতা বাড়িঘরে হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। অভিযুক্ত মো. জামাল হোসেন (৫০) দাউদকান্দি উপজেলার গৌরীপুর চশুই পালপাড়ার বাচ্চু মিয়ার ছেলে।

৫ মার্চ শনিবার সন্ধ্যায় সৎ পিতা জামাল হোসেনকে যৌথবাহিনী আটক করে থানা পুলিশে সোপর্দ করে। জামাল হোসেন পেশায় একজন অটোরিক্সা চালক। এর আগে শুক্রবার মাঝরাতে কুমিল্লা দেবীদ্বার পৌরসভার বারেরার কাজীবাড়িতে ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার পর শিশুটি তার মাকে জানালে তার মা এ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন এবং কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখায়, বললে মেরে ফেলারও হুমকি দেন। পরে শিশুটি বাড়ির প্রতিবেশীদের জানালে ঘটনাটি ছড়িয়ে পড়লে গ্রামের বিক্ষুব্ধ জনতা অটোরিক্সা চালক জামালের বাড়ি ঘেরাও করে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে জামালকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

শিশুর নানা মো.শক্কুর মিয়া জানান, দেড় মাস আগে মেয়েকে দাউদকান্দি উপজেলা গৌরিপুরের দক্ষিন দারিবন গ্রামের বাসিন্দা জামাল হোসেনের সঙ্গে বিয়ে দেই । এটি দুজনের দ্বিতীয় বিয়ে। জামাল হোসেন দেবীদ্বার পৌরএলাকা বারেররা কাজি বাড়িতে ভাড়া বাসায় থেকে অটোরিক্সা চালাতেন। এঘটনার খবর পেয়ে মেয়ের বাড়িতে আসি। আমার নাতির বুকে  কামড়ের দাগ দেখতেই পাই।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন,  অভিযুক্ত ব্যক্তিকে গ্রামবাসী আটক করে রাখেন। পরে সেনাবাহিনী  ও পুলিশ গিয়ে জামাল হোসেন ও তার স্ত্রীকে আটক করে  থানায় নিয়ে আসা হয়। ভিকটিম শিশুকে পরীক্ষার নিরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মাতারবাড়িতে ইজিবাইকসহ অপহৃত চালক উদ্ধার
১৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:০১:৫৫






জগন্নাথপুরে ২ পলাতক আসামি গ্রেফতার
১৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:২০:৪০