• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৯:৪৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৯:৪৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মোংলার মেয়ে তন্বীর প্রেমে অন্ধ ঢাকার সুবর্না

১৪ এপ্রিল ২০২৪ সকাল ০৯:১৩:২৭

মোংলার মেয়ে তন্বীর প্রেমে অন্ধ ঢাকার সুবর্না

বাগেরহাট প্রতিনিধি: প্রেমের টানে মেয়ে হয়ে আরেকটি মেয়েকে ভালোবেসে নিজের স্ত্রী হিসাবে দাবি করছেন ঢাকার নারায়ণগঞ্জ থেকে মোংলায় বেড়াতে আসা সুবর্ণা।

টিকটকের মাধ্যমে পরিচয়ের সুবাদে সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে রুপ নেয় তাদের ভালোবাসা। এভাবে চলতে থাকে ২/৩ মাস। এই ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আগ্রহ দিন দিন বাড়তে থাকে তন্বী ও সুবর্ণার। শেষ মেশ এ আকাঙ্ক্ষা রূপ নেয় বাস্তবে।

১২ এপ্রিল শুক্রবার ঢাকার নারায়ণগঞ্জ থেকে গোপালগঞ্জের বড়দিয়া এলাকার মো. রবি শেখের মেয়ে সুবর্ণা প্রেমের টানে মোংলা পৌর শহরের মোর্শেদ সড়কের রহমান শেখের মেয়ে তন্বীর কাছে ছুটে আসে। একটি রাতও কাটান তারা একসাথে।

১৩ এপ্রিল শনিবার সুবর্ণার সাথে কথা হলে তিনি বলেন, আমাদের টিকটকের মাধ্যমে সম্পর্ক হয়। আমরা কোরআনকে সাক্ষী রেখে একে অপরকে বিবাহ করেছি। আমি এখন আমার বউকে নিয়ে যেতে এসেছি। আমি ওকে ছাড়া বাচঁবো না।

তন্বীর সাথে কথা হলে তিনি বলেন, টিকটক থেকে পরিচয় হওয়ার পরে সোশ্যাল মিডিয়া ফেসবুকে তার সাথে অ্যাড হই। পরে সে ( সুবর্ণা) একটা গ্রুপে আমাকে অ্যাড করে। আমাকে মজা করে সুবর্না বউ বলে ডাকতো। পরে সে আমাকে বিবাহ করছে চায়। আমি বলি তুমি কোরআন শরীফ ছুয়ে কছম কাটো ও কাটতে চায় না। আমাকে কছম কাটায়। আজকে আমাকে নিতে আসছে।

তন্নীর পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সুবর্ণা ও তন্নীর বান্ধবী পরিচয়ে বাড়িতে বেড়াতে আসে তাদের এ সম্পর্কের ব্যাপারে তারা কিছুই জানেন না। এ ব্যাপারে শুবর্নার মা পারভিন বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের চেয়ারম্যানের সাথে কথা বলে আমার মেয়েকে নিয়ে আসবো। আমাদের একটু সময় দেন।

মেয়ে হয়ে অন্য আরেকটি মেয়েকে স্ত্রী হিসাবে দাবি করার এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদেরকে এক নজর দেখতে উৎসুক জনতা ও এলাকাবাসী ভিড় করেন তন্নীর বাড়িতে।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম আজিজুল ইসলাম বলেন, এটা বিবাহের কোন বিষয় না। তারা দুজনেই টিকটক করে। তারা দুজনই বান্ধবী। সুবর্না এখন পুলিশ হেফাজতে আছে। তার মা-বাবা আসলে তাদের হেফাজতে শুবর্ণাকে দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩