• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৫:০৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৫:০৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

বাংলাদেশের বাজারে এসেছে হিরো এক্সট্রিম ১২৫আর

২৬ অক্টোবর ২০২৪ সকাল ০৭:৫৬:৪৭

বাংলাদেশের বাজারে এসেছে হিরো এক্সট্রিম ১২৫আর

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে হিরো অনেক নির্ভরযোগ্য এবং জনপ্রিয় একটি ব্র্যান্ড। গ্রাহকদের সন্তুষ্টি, সহনীয় দাম, অত্যাধুনিক ফিচারস, কোয়ালিটি ইত্যাদি বিভিন্ন বিষয় মাথায় রেখে বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল এবং স্কুটার প্রস্তুতকারক হিরো মটোকর্প বিভিন্ন মডেলের বাইক বাজারজাত করে চলেছে। বিশ্বমানের পণ্য সরবরাহ করার নিশ্চয়তা থেকে বাংলাদেশের গ্রাহকদের জন্য হিরো এবার নিয়ে আসছে স্পোর্টি এবং গতিশীল এক্সট্রিম ১২৫আর।

এক্সট্রিম ১২৫আর জেনারেশন-নেক্সট গ্রাহকদের উচ্চাকাঙ্ক্ষী গতিশীলতার চাহিদাকে মাথায় রেখে নিখুঁতভাবে তৈরি করা। ‘চ্যালেঞ্জ দ্য এক্সট্রিম’ মটো নিয়ে মডেলটি পারফরম্যান্স, স্টাইলিং, রাইডিং ডাইনামিকস এবং নিরাপত্তার দিক থেকে অনন্য।

মোটরসাইকেলটিতে রয়েছে প্রথম-শ্রেণীর এবিএস ব্রেকিং সিস্টেম, সম্পূর্ণ এলইডি প্যাকেজ চওড়া টায়ার এবং ১৮০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। যা বাইকের উন্নত স্থিতিশীলতা, নিরাপত্তা এবং সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে।

এক্সট্রিম ১২৫আর মোটরসাইকেলটি ১ লাখ ৭১ হাজার টাকায় কিনতে পাওয়া যাবে।

হিরো বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার পার্টনার এবং নিটল নিলয় গ্রুপের এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ বলেন, ‘বাংলাদেশে এক্সট্রিম ১২৫আর লঞ্চ করায় আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এটি আমাদের জন্য একটি নতুন সেগমেন্ট হবে। আমরা নিশ্চিত যে সারা দেশের তরুণরা এই স্টাইলিশ এবং প্রযুক্তি-চালিত পণ্যটির প্রশংসা করবে। এক্সট্রিম ১২৫আর তার সেগমেন্টে বেঞ্চমার্ক সেট করবে। আমরা শীঘ্রই এটি সারা দেশে বাজারজাত করব।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩