প্রযুক্তি প্রতিবেদক: আমাদের হাতের স্মার্টফোনের বয়স বাড়তে থাকলে এর পারফরমেন্স স্বাভাবিকভাবেই কমতে থাকে। তখন ফোন আগের মতো সার্ভিস দেয় না। ঘন ঘন হ্যাং করা কিংবা স্লো হয়ে যাওয়া-পুরনো ফোনের সাধারণ সমস্যা। ফোন পুরনো হলে এই সমস্যা এড়াতে পাঁচটি কাজ করতে পারেন। ফল পাবেন হাতে-নাতে।
পুরনো ফোন ভাল ব্যবহারের জন্য যা যা করা উচিত:
১. স্টোরেজ ফাঁকা করুন: অপ্রয়োজনীয় ছবি, ভিডিও, ডকুমেন্ট তো রয়েছে, তার সঙ্গে জমে থাকে ক্যাশে। যখনই কোনো অ্যাপ ব্যবহার করেন তার ক্যাশে জমা হয় স্টোরেজে। তা ডিলিট করার আবশ্যিক। ফোনের স্টোরেজ স্পেস ফাঁকা থাকলে পারফরম্যান্স বাড়তে শুরু করে। ব্যাটারিও ভালো থাকে। যার ফলে সেই স্মার্টফোনের আয়ু আরও কয়েক বছর বেড়ে যায়।
২. অ্যাপ আনইনস্টল: অধিকাংশ অ্যানড্রয়েড স্মার্টফোনে ভরে থাকে অ্যাপ। কাজে না এলেও তা ডাউনলোড করে রেখে দেন অনেকে। কিন্তু, ফোনের যদি ভালো চান তাহলে দ্রুত অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন। এতে ফোনের যে প্রসেসর ও অপারেটিং সিস্টেম রয়েছে তা ভালো থাকবে এবং দ্রুত কাজ করতে শুরু করবে।
৩. অ্যাপের লাইট ভার্সন ব্যবহার: বেশ কিছু অ্যাপের দুইটি ভার্সন থাকে। এর মধ্যে একটি লাইট ভার্সন। যা কম স্টোরেজ নেয় এবং কম ক্যাশে তৈরি করে। উদাহরণস্বরূপ ফেসবুকের একটি লাইট ভার্সনও রয়েছে। যারা নিয়মিত ফেসবুক খোলেন, পোস্ট করেন তারা লাইট ভার্সন ব্যবহার করতে পারেন। এতে ডিভাইসের উপর চাপ কম পড়বে এবং অপারেটিং সিস্টেম ও ব্যাটারি ভালোভাবে কাজ করবে।
৪. সফটওয়্যার আপডেট: ৩ বছর যদি দেখেন ডিভাইস স্লো হয়ে গেছে তাহলে সেটিংস অপশনে গিয়ে ‘অ্যাবাউট’ অপশনে ট্যাপ করুন। সেখানে যদি ফোনের সফটওয়্যার আপডেট পেন্ডিং থাকে তাহলে সেটি দ্রুত আপডেট করে নিন। সাধারণত পুরনো সফটওয়্যারে ভুলত্রুটি শুধরে, উন্নত পারফরম্যান্সের জন্য নতুন আপডেট নিয়ে আসে গুগল।
৫. ফ্যাক্টরি রিসেট: উপরোক্ত ৪ টিপস মেনেও যদি ফোনে পারফরম্যান্স আগের মতো থাকে তাহলে শেষ একটি উপায় হল ফ্যাক্টরি রিসেট। যা সাধারণত করতে বারণ করা হয়। কারণ এটি ফোনের সমস্ত ডেটা মুছে দেয়, তাই খুব দরকার পড়লে তবেই ফ্যাক্টরি রিসেট করুন। এই অপশন সেটিংসে পেয়ে যাবেন। তবে করার আগে দরকারি ডেটা অন্য ফোনে ব্যাকআপ করে নিন।
তাই, মোটা টাকা খরচ না করে, পুরনো ফোনের সঙ্গে আরও কয়েক বছর সম্পর্ক টিকিয়ে রাখতে পারেন। সে জন্য এ বিষয়গুলি মেনে চলতে পারেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available