মাগুরা প্রতিনিধি: মাগুরায় জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চুরি যাওয়া ১০২টি স্মার্ট ফোন ও বিকাশ প্রতারণার ১ লাখ ৮৪ হাজার ৫শ টাকা ও দেড় ভরি সোনা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া জিনিসপত্র প্রকৃত ৮ মালিকের নিকট ফেরত দেওয়া হয়েছে।
২ মে বৃহস্পতিবার দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে চুরি যাওয়া মোবাইল ও বিকাশ প্রতারণার টাকার ভিকটিমদের মাঝে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ফিরিয়ে দেয় পুলিশ ।
পুলিশ সুপার মো. মশিউদৌল্লাহ্ রেজা জানান, তথ্য প্রযুক্তির সময়োপযোগী প্রয়োগের মাধ্যমে এ মোবাইল ও টাকা উদ্ধার করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ ২৪ ঘণ্টা সজাগ রয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যারা এ সমস্ত কাজ করে বেড়ায় তাদেরকেও সতর্ক করেন পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available