• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৬:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৬:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নিহত পুলিশ সদস্যদের স্মরণে রামপাল থানায় মোমবাতি প্রজ্জ্বলন

১২ আগস্ট ২০২৪ দুপুর ১২:৩১:২৪

নিহত পুলিশ সদস্যদের স্মরণে রামপাল থানায় মোমবাতি প্রজ্জ্বলন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে বাগেরহাটের রামপাল থানা পুলিশ মোমবাতি প্রজ্জ্বলন করেছেন।

১১ আগস্ট রোববার রাত নয়টায় রামপাল থানা কার্যালয় জুড়ে শতশত মোমবাতি প্রজ্জ্বলন ও একমিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে নিহতদের স্মরণ করে রামপাল থানা পুলিশ।

স্মরণসভায় উপস্থিত ছিলেন রামপাল থানার ইনচার্জ সোমেন দাশ, ওসি তদন্ত বিধান কুমার বিশ্বাস, রামপাল প্রেসক্লাবের সভাপতি এম. এ. সবুর রাণা, সিনিয়র সহ-সভাপতি মোতাহার মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, এসআই মো. বি রিফাজ উদ্দিন, কামাল হোসেন, লিটন কুমার বিশ্বাস, নিকুঞ্জ রায়, কাজী মোস্তাফিজুর রহমান, মঈনুল, মো. জাহিদুল ইসলাম, হুসাইন আহমেদ, চিন্ময় মন্ডল, কুমারেশ বিশ্বাস, মো. জাহাঙ্গীর আলম, মো. তৌহিদুর রহমান শেখ, সাকিল নিয়াজ, মো. এমায়দুল ইসলাম, মো. ফজলুল করিম, পিযুশ কুমার হালদার, মিঠুন কুমার ঢালীসহ থানার সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।

এ সময় রামপাল থানার ইনচার্জ সোমেন দাশ জানান, সারাদেশে পরিকল্পিতভাবে দুর্বৃত্তদের নির্মম আঘাতে অসংখ্য নিরীহ পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের কারণে অনেক পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে পথে বসেছে। আন্দোলনে দায়িত্ব পালন করতে গিয়ে আহত ও নিহত সকল পুলিশ সদস্যর হত্যাকাণ্ডের সাথে জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবিও করেন ওই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩