• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:৪২:৪৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:৪২:৪৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মুক্তিযুদ্ধে বরিশাল পুলিশের ভূমিকা নিয়ে ‘স্মৃতি ৭১’ বইয়ের মোড়ক উন্মেচন

১৬ নভেম্বর ২০২৩ সকাল ১১:৫৭:১৩

মুক্তিযুদ্ধে বরিশাল পুলিশের ভূমিকা নিয়ে ‘স্মৃতি ৭১’ বইয়ের মোড়ক উন্মেচন

বরিশাল ব্যুরো: মহানমুক্তিযুদ্ধে বরিশাল জেলা পুলিশের ভূমিকা নিয়ে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত ‘স্মৃতি ৭১: মহান মুক্তিযুদ্ধে বরিশাল জেলা পুলিশের ভূমিকা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

১৫ নভেম্বর বুধবার বিকালে জেলা পুলিশ লাইনস এর ড্রিল শেডে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন হয়।

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হোসেন।

গেস্ট অব অনার হিসেবে ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ। মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বিশেষ অতিথি ছিলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূইয়া, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক ও শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে বরিশাল জেলা পুলিশের অনন্য ভূমিকার কথা তুলে ধরেন। সেই সাথে স্বাধীনতাকামী মানুষের হাতে অস্ত্রভান্ডার খুলে দেয়ায় বীর পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩