ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় রবি মৌসুমে মৌরী প্রদর্শনীর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল সোমবার বিকেল ৪ ঘটিকায় উপজেলার পৌরসভাস্থ ইস্তা এলাকায় এ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৃষকদের মৌরী চাষে উদ্বুদ্ধ করা হয় এবং ফসলের ফলন যাতে ভালো পায় কৃষকদের সেই পরামর্শ প্রদান করেন কৃষি অফিসাররা।
ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর’র অফিসার মিতা সরকারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মো. জাহাঙ্গীর আলম প্রামানিক উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মো. ফারুক হোসেন উপ-পরিচালক টেবুনিয়া হর্টিকালচার পাবনা, মো. রোকনুজ্জামান উপ-পরিচালক (শস্য) খামারবাড়ি পাবনা, মাহমুদা মোতমাইন্না অতিরিক্ত কৃষি অফিসার ঈশ্বরদী, মুস্তাফিজুর রহমান উপ-সহকারী কৃষি অফিসার ও মৌরী চাষী আদম।
এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুজন কুমার উপ-সহকারী কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার প্রহল্লাদ কুমার কুন্ডু, এখলাছুর রহমান উদ্ভিদ সংরক্ষণ অফিসার, বিএম সানাউল্লাহ সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, মুস্তাফিজুর রহমান কৃষি সম্প্রসারণ অফিসার, মৌরী চাষী আনিসুর রহমানসহ অনেক কৃষক-কৃষাণী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available