• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৩:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৩:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সুন্দরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ পালিত

৩১ জুলাই ২০২৪ দুপুর ১২:৪৯:৩৬

সুন্দরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ পালিত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের  আয়োজনে আজ ৩১ জুলাই বুধবার সকাল ১১টার সময় উপজেলা সম্মেলন কক্ষে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন সুন্দরগঞ্জে উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহাসিন সরদার (টিপু)।

এ সময় সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, তারিকুল ইসলাম (সাবু), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোছা. সুমনা আক্তার, উপজেলা মহিলা কর্মকর্তা মোছা. সুমি কায়সার, দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়্যার রেজাউল আলম রেজা প্রমুখ।
 
উক্ত আলোচনায় ইলিশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি নিয়েও আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলে,ন আমরা যদি ভালোভাবে মৎস চাষ ও রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করতে পারি তাহলে মৎস্য রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবো।  

মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা কমপ্লেক্সের সামন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর, উপজেলা সাবরেজিস্টার অফিস হয়ে উপজেলা পুকুর পাড় গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩