• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৫:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৫:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঢাকার নবাবগঞ্জে মৎস্য সপ্তাহ পালিত

১ আগস্ট ২০২৪ দুপুর ১২:৫৪:৫২

ঢাকার নবাবগঞ্জে মৎস্য সপ্তাহ পালিত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগানে ঢাকার নবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্‌যাপন করা হয়েছে। ৩১ জুলাই বুধবার দুপুরে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও উপজেলা হলরুমে মৎস্য চাষীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম, ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মিয়া, পলাশ চৌধুরি ও কৃষি কর্মকর্তা আছমা জাহান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাছের চাহিদা মেটাতে দেশীয় মাছের পোনা রক্ষার বিকল্প নেই। নবাবগঞ্জে প্রতিনিয়ত মৎস্য চাষে আগ্রহ বাড়ছে চাষীদের। কচুরিপানার কারণে যখন চাষীরা মাছ চাষ করতে পারছিল না তখন উপজেলা পরিষদ থেকে সমিতির মাধ্যমে পরিষ্কারকরণ করা হয়। এরপরই মাছ চাষ শুরু হয়।

সভা শেষে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ সময় নিপু ট্রেডার্সের স্বত্বাধিকারী অনুপম দত্ত নিপুসহ শ্রেষ্ঠ মৎস্য চাষীদের হাতে পুরস্কার তুলে দেয় অতিথিরা। জাতীয় মৎস্য সপ্তাহ ৩০ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে। এরই ধারাবাহিকতায় আজ উদ্‌বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩