• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৮:১৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৮:১৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

উল্লাপাড়ায় খননকৃত ফুলজোর নদী এখন ময়লার ভাগাড়

১৬ আগস্ট ২০২৪ রাত ০৮:৪৭:২৪

উল্লাপাড়ায় খননকৃত ফুলজোর নদী এখন ময়লার ভাগাড়

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার বিভিন্ন জায়গায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। একই সাথে পৌর বাজার পাশের নদী ও নদীর পাড়েও ফেলা হচ্ছে এসব আবর্জনা। এতে অস্তিত্ব সঙ্কটে পড়েছে নদী। দূষিত হচ্ছে পরিবেশ। বাড়ছে রোগব্যাধি।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার বাজারের গোশতপট্টি, পোলট্রি মুরগি বিক্রির দোকান এবং কাঁচা তরকারির দোকান থেকে প্রচুর পরিমাণের আবর্জনা যেখানে সেখানে ফেলা হচ্ছে। প্রতিদিন খোলা জায়গায় জবাই করা গরু-ছাগল, মুরগির রক্ত, বিষ্ঠা, পচা মাছ এবং তরকারি আবর্জনাও ফেলা হয়। যে কারণে আশপাশের এলাকায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। ডাম্পিং ব্যবস্থা না থাকায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলছে পরিছন্নকর্মীসহ বাজারের ব্যবসায়ীরা।

পৌরসভার বিভিন্ন এলাকার ময়লা বর্জ্য ফেলায় আবর্জনার এলাকায় পরিণত হয়েছে। বাসাবাড়ি, প্রতিষ্ঠানের বর্জ্য সংগ্রহ করে তা বিভিন্ন রাস্তার পাশে ফেলা হচ্ছে। পৌর এলাকায় প্রায় ৩৭ হাজর মানুষের বাস। উল্লাপাড়া পৌর শহর ৯টি ওয়ার্ড ও ২৫টি মহল্লা নিয়ে গঠিত উইকিপিডিয়া তথ্য মতে। ১ম শ্রেণির পৌরসভা হলেও সে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই এলাকার বাসিন্দারা।

দীর্ঘদিন ধরে খননকৃত নদীতে ও রাস্তার পাশে ফেলা হচ্ছে এসব ময়লার বর্জ্য। সেখানে তৈরি হচ্ছে আবর্জনার স্তূপ। এতে করে দূষিত হচ্ছে এলাকা, ভারসাম্য হারাচ্ছে পরিবেশ প্রকৃতি। এ ছাড়াও সদ্য খননকৃত নদীর পাড়ে বর্জ্য ফেলে নদীকে বানানো হচ্ছে ময়লার ভাগাড়। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাজারে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ অসচেতন ভাবেই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছে। পরবর্তীতে সেই আবর্জনা সংগ্রহ করে রাস্তার ধারে ফেলা হচ্ছে।

পথচারীদের সাথে কথা হলে তারা বলেন, নদীতে যে পরিমাণ ময়লা আবর্জনা ফেলছে, তাতে আগামী ২০ বছরের মধ্যে এটা নদী থাকবে না। নদী খনন করে তাহলে কী লাভ হলো? বাজারের অধিকাংশ ময়লা আবর্জনা নিয়ে এসে এই খোলা জায়গা ও নদীতে ফেলা হয়। এখান থেকেই সৃষ্টি হয় বিকট দুর্গন্ধ। ভোগান্তিতে পড়ে যাতায়াতকারীরা। প্রায় সময়ই দেখা যায় যাত্রীরা নাকে মুখে রুমাল ব্যবহার করে ওই সড়ক পার হচ্ছে।

উল্লাপাড়া পৌর বাজারের দোকানদাররা জানান, ময়লা আবর্জনা ও বর্জ্য নিষ্কাশনের একটা নির্ধারিত স্থান না থাকার কারণে বাধ্য হয়ে খোলা জায়গায় ময়লা আবর্জনা ফেলছে মানুষ। সবার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে নদীতে ময়লা ফেলা বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উল্লাপাড়া পৌরসভার মেয়র নজরুল ইসলামের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩