• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৪৮:৪৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৪৮:৪৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

৭২ দিন বন্ধ থাকার পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

১৮ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৫৯:১৩

৭২ দিন বন্ধ থাকার পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: গ্যাস সংকটে বন্ধ থাকার ৭২ দিন পর ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার।

১৭ নভেম্বর শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে কারখানায় শুরু হয় ইউরিয়া সার উৎপাদনের প্রক্রিয়া।

এর আগে, ১ নভেম্বর থেকে কারখানায় গ্যাস সংযোগ সচল করা হয়। বৃহস্পতিবার চালু হয় অ্যামোনিয়া উৎপাদন।

কারখানা সূত্রে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে প্রতিষ্ঠার পর ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর দেশের সবচেয়ে বড় দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে যমুনা সার কারখানা উৎপাদন শুরু করে। চাহিদার তুলনায় গ্যাসের চাপ কম থাকায় চলতি বছরের ৫ সেপ্টেম্বর তিতাস গ্যাস যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। গ্যাস না থাকায় অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। দীর্ঘ ৭২ দিন বন্ধ থাকার পর পুনরায় গ্যাস সংযোগ সচল করলে শুক্রবার মধ্যরাত থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে যমুনা সার কারখানার মহা-ব্যবস্থাপক মো. শহীদুল্লাহ খান বলেন, গ্যাস সংকটের ৫ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ ছিলো। ১ নভেম্বর গ্যাস সংযোগ দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রবিউশন কোম্পানি। কারখানার যন্ত্রাংশ সচল করে শুক্রবার মধ্যরাত থেকে ফের ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩