• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৬:৩২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৬:৩২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

টাঙ্গাইলে মহাসড়‌কে ২০ কি‌লো‌মিটার যানজট

৯ এপ্রিল ২০২৪ সকাল ১০:১৪:০৪

টাঙ্গাইলে মহাসড়‌কে ২০ কি‌লো‌মিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে মহাসড়‌কে দীর্ঘ যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে চরম দু‌র্ভো‌গে প‌ড়েছে ঈদে ঘ‌রে ফেরা মানুষজন। গভীররা‌তে শুরু হওয়া এই যানজট ২০ কি‌লো‌মিটার অং‌শজু‌ড়ে তৈ‌রি হ‌য়ে‌ছে।

৯ এপ্রিল মঙ্গলবার সকা‌লে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গন্ধু সেতুপূর্ব মহাস‌ড়কের টাঙ্গাইল সদ‌রের রাবনা বাইপাস হ‌তে সেতু টোলপ্লাজা পর্যন্ত ২০ কি‌লো‌মিটার সড়‌কে এই যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এরআগে ভোরে সেতুর উপর ২২ নম্ব‌র পিলা‌রের কা‌ছে ডাবল ডেকারের এক‌টি বাস বিকল হ‌য়ে যাওয়ার পর সে‌টি উদ্ধা‌রে ৫ ‌মি‌নিট টোল আদায় বন্ধ ছিল। এতে মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ আরো বে‌ড়ে যায়।

এরআগে সোমবার সেতুর উপর বাস বিকল ও সেতু‌তে টোল আদা‌য় বন্ধ থাকার কার‌ণে তৈ‌রি হয় যানজট। পরব‌র্তিতে রাত যত গভীর হ‌য়ে‌ছে যানজ‌টের আকার তত বে‌ড়ে‌ছে ব‌লে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে। এছাড়াও সেতুর উপর প‌রিবহ‌নের দীর্ঘ সা‌রি তৈ‌রি হ‌য়ে‌ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, মহাসড়‌কে প‌রিবহ‌নের খুবই চাপ র‌য়ে‌ছে। এতে পরিবহনগু‌লো খুবই ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে। এছাড়া সেতুর উপর এক‌টি বাস নষ্ট হওয়ায় ৫ ‌মি‌নিট বন্ধ ছিল প‌রিবহন চলাচল। এছাড়াও পরিবহনগু‌লো রাস্তায় দা‌ড়ি‌য়ে যাত্রী তোলায় অন‌্যান‌্য প‌রিবহনগু‌লো ধীরগ‌তির সৃ‌ষ্টি হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩