নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর পৌর ও উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরকে যানজট মুক্ত করণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর মঙ্গলবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সহ-সভাপতি কাজী একরামুল, সহ-সভাপতি ও হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমিত আগরওলা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর এরশাদ হোসেন (পাপ্পু), জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সামছুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, এম এ পারভেজ লিটন, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, জেলা বিএনপির অন্যতম নেতা শওকত হায়াত শাহ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানা, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আবদুল মোক্তাকিম, সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক মো. শেখ বাবলু, জেলা কৃষকদলের সভাপতি মিজু বসুনিয়া প্রমুখ।
সভায় পৌর এলাকায় প্রধান প্রধান সড়কে যানজট নিরসন ও ফুটপাত দখল মুক্ত ও বড় গাড়ি পৌর শহরের ভিতরে চলাচল না করাসহ বিভিন্ন ধরনের দাবি অনেকের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available