স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম বাজার সংলগ্ন দীঘলকান্দা গ্রামের ইটভাটার বিপরীতে রেললাইনে কাটা পড়ে রবিউল শেখ (১৮) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
৪ জুন মঙ্গলবার সকাল ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা যায়, নিহত রবিউল উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষড়া গ্রামের লিটন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রেন ওই এলাকায় পৌঁছলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ছিন্নভিন্ন মরদেহটি পুলিশ রেললাইন থেকে উদ্ধার করে। নিহত যুবক কি কারণে বা কিভাবে মারা গেছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সে রেললাইন প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতো। প্রতিদিনের ন্যায় খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে রেল প্রকল্পে আসে।
রবিউলের বাবা জানান, ২ মাস আগে রেল প্রকল্পে চাকরি নিয়েছে। সকালে আমার কাছ থেকে ১০০ টাকা ভ্যান ভাড়া নিয়ে সকাল ৬টার দিকে আমার ছেলে বাড়ি থেকে বের হয়। দশটার দিকে সংবাদ পাই আমার ছেলে রেল লাইনে কাটা পড়ে নিহত হয়েছে।
এ ব্যাপারে রেলওয়ে থানা পুলিশের তদন্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ.এস.আই প্রফুল্ল জানান, রেললাইনে দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করে। সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত একইস্থানে মঙ্গলবার পার্শ্ববর্তী দীঘলকান্দা গ্রামের নেহার বেগম এক মহিলা ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে নিহত হয়। এ নিয়ে এলাকায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available