স্টাফ রিপোর্টার, সিলেট: জৈন্তাপুর উপজেলার টিপরাখলা সীমান্তে খাসিয়ার ছোঁড়া সিঁটা গুলিতে জৈন্তাপুর উপজেলার নিজপাট ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে জমির উদ্দিন নামের এক যুবক নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬ নভেম্বর বুধবার বিকাল ৪টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে ওই যুবক অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়ার ছোঁড়া সিঁটা গুলিতে আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে সিঁটা গুলির চিহ্ন রয়েছে। তবে কি কারণে ওই যুবক ভারতে প্রবেশের চেষ্টা করেছিল তা সঠিক জানা যায়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, স্থানীয়রা জৈন্তাপুর সীমান্তের ১২৮৪ হতে ১২৯৪ পর্যন্ত এলাকার কাছাকাছি গরু চড়াতে যায়। আবার ওই এলাকা দিয়ে দিন রাত ভারতীয় পণ্য সামগ্রী আনতে বাংলাদেশি যুবকেরা প্রতিনিয়ত ভারতে অনুপ্রবেশ করে। যার ফলে সেখানকার স্থানীয় ভারতীয় খাসিয়াদের পান সুপারি জুম নষ্ট হয়। সেক্ষেত্রে খাসিয়ারা অনুপ্রবেশকারীদের প্রায় সময় তাড়া করে পাশাপাশি গুলি ও ছোড়ে। হয়ত সীমান্তে গরু চড়াতে গিয়ে বা ভারতীয় পণ্য আনতে গিয়ে জুমের ক্ষতি সাধনের কারণে খাসিয়ারা গুলি চালিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রস্তত করা হচ্ছে। কী কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে। তবে এ বিষয়ে জৈন্তাপুর রাজবাড়ি বিওপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available