মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে জনপ্রতি অর্ধ লক্ষাধিক টাকা মাসিক বেতনের প্রতিশ্রুতি দিয়ে ৭ যুবককে বিদেশে নেয়ার মাধ্যমে প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ, প্রবাসে না খাইয়ে রাখা ও সীমাহীন নির্যাতনের অভিযোগে এক পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা।
৩ অক্টোবর রোববার দুপুরে উপজেলার গাড়াফা গ্রামের মৃত শওকত খানের স্ত্রী নাছিমা বেগম, মেয়ে সাথি বেগম ও ছেলে সালমান খানের বিরুদ্ধে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী ৮টি পরিবারের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোয়ারা বেগম সাক্ষরিত লিখিত বক্তব্য ও প্রশ্নোত্তরে জানা যায়, মোল্লাহাট উপজেলার ৬ যুবক ও চিতলমারী উপজেলার ১ যুবককে অর্ধ লক্ষাধিক টাকা বেতনের প্রতিশ্রুতি দিয়ে সাড়ে ৪ লাখ টাকা জনপ্রতি নিয়ে এপ্রিলে কিরগিজস্তান পাঠায়। সেখানে যাওয়ার পর তাদেরকে দিয়ে ইটের ভাটায় শ্রমিকের কাজ করানো হয়। রাখা হয় অর্ধাহারে, কখনও আবার অনাহারেও। এমনকি তাদের শ্রমের মজুরিও নিয়ে নেয় সালমান। মজুরির টাকা নেয়া এবং থাকা খাওয়ার কষ্টের কথা বলায় যুবকদের শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে জীবন বাঁচাতে বাড়ি থেকে ৬৫ হাজার করে টাকা নেয়ার মাধ্যমে ৬ যুবক দেশে ফিরে আসে।
এছাড়া যুবক ইমরানের পাসপোর্ট কেড়ে নিয়ে তা ফেরত দিতে আবারো টাকা চাচ্ছে ইমরান। ফলে পাসপোর্ট বিহীন পুলিশের ভয়ে না খেয়ে আত্মগোপনে মানবেতর দিন কাটছে ওই যুবকেরা।
সংবাদ সম্মেলনে ভিডিও কলে ইমরান খান বলেন, তিনি দিনে একবার সামান্য রুটি খেয়ে আবার সারা দিন না খেয়ে পালাতক অবস্থায় আছেন। কান্নাজড়িত অবস্থায় তিনি বলেন, যে কোনো মূল্যে মায়ের কাছে ফিরতে চান। এজন্য এম্বাসিসহ সংশ্লিষ্টদের সাহায্য চেয়েছেন ওই যুবক।
ওই সকল টাকা ফেরত পাওয়াসহ এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও পরিবারের সদস্যরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, বিষয়টি জানা ছিল না, তদন্তপূর্বক এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রবাসের যুবককে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিবেন বলেও জানান তিনি।
থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়েও কারো সাক্ষাৎকার পাওয়া যায় নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available