ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে মো. আমিনুল ইসলাম আপন (৩৭) পরিচয়দানকারী একজন ভুয়া মেজরকে গ্রেফতার করা হয়েছে।
১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে সেনাবাহিনীর (১৫ আর ই ব্যাটালিয়ন) সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আমিনুল পাবনা জেলার ফরিদপুর থানার পাঁচ পুংলি গ্রামের মৃত আলেফ মন্ডলের ছেলে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ২৮ বছর বয়সী মধুখালীর এক তরুণী জানান, আমিনুল মেজর- এই পরিচয়ে দুজনের মধ্যে ফেসবুকে কথাবার্তার শুরু এবং একপর্যায়ে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
তিনি আরও জানান, এরই মধ্যে গত রমজানে আমিনুল তার থেকে ৯০ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু ওই টাকা ফেরত দেননি আমিনুল। এরই পরিপ্রেক্ষিতে ওই তরুণী তাকে আরও দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফরিদপুরে নিয়ে আসেন এবং সেনাবাহিনীর কাছে ধরিয়ে দেন।
বর্তমানে ভুয়া মেজর মধুখালী থানায় রয়েছেন। এর আগে নিজেদের হেফাজতে রেখে ফরিদপুর থানা তাকে মধুখালীতে হস্তান্তর করে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জানা যায়- আমিনুল ইসলাম ২০১৩ সালে বিজিবিতে সিপাহি পদে যোগদান করেন। বিভিন্ন অপরাধের কারণে ২০২১ সালে র্যাবে থাকাকালীন সময়ে তাকে ২০২২ সালে চাকরিচ্যুত করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available