• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:২৩:২০ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:২৩:২০ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘোড়াঘাটে উপজেলা যুবলীগ নেতা গ্রেফতার

২১ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:০৭:২৬

ঘোড়াঘাটে উপজেলা যুবলীগ নেতা গ্রেফতার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জালুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহাঙ্গীর আলম জালু উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের ভেলাইন এলাকার আব্দুল লতিফ প্রধানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট পৌরশহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করাসহ আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হন । এ ঘটনায় গত বছরের ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটানোর অভিযোগ আছে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে ২১ ফেব্রুয়ারি শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







গাজীপুরে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
১৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৪:৫৬