ঢাকা কলেজ প্রতিনিধি: যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটের নতুন মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। নতুন প্রধান দলনেতা হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন মো. ফরিদুল ইসলাম এবং সহকারী দলনেতা-১ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন মোজাম্মেল হক রাজীব। মো. ফরিদুল ইসলাম কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ পর্বে এবং মোজাম্মেল হক রাজীব অর্থনীতি বিভাগে মাস্টার্স শেষ পর্বে অধ্যয়নরত।
২ অক্টোবর সোমবার ঢাকা কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের ২২তম দলনেতা হিসেবে দায়িত্বগ্রহণ করেন তারা।
২০০৪ সালের ১ জুন ঢাকা কলেজে রেড ক্রিসেন্ট ইউনিট প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটে ৮টি উপদল রয়েছে। প্রতিটি উপদলে ১ জন দলনেতা ও ১ জন উপদলনেতাসহ মোট ১৮ জন সদস্য মূল পরিচালনা পর্ষদে রয়েছে।
নবনিযুক্ত দলনেতা ফরিদুল ইসলাম বলেন, যখন প্রথম পা রাখি কলেজ প্রাঙ্গনে সেই সময় যুব রেড ক্রিসেন্টের কার্যক্রমগুলো দেখে আগ্রহী হই এবং দৃঢ়ভাবে অনুধাবন করি রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে। এখন নতুন দায়িত্ব পেয়ে প্রত্যাশা করছি, ইউনিটের সার্বিক কাজে আরও বেশি মনোযোগ দিতে পারবো।
উল্লেখ্য, ১৮৬৩ সালে সুইজারল্যান্ডে প্রতিষ্ঠিত রেড ক্রিসেন্ট একটি বিশ্বব্যাপী সেবামূলক প্রতিষ্ঠান৷ বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available