• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:২৮:১৮ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:২৮:১৮ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুর মেডিকেলে ১৫ দিনে ৩৩৭ জনের মৃত্যু

২৭ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:০১:৪৬

রংপুর মেডিকেলে ১৫ দিনে ৩৩৭ জনের মৃত্যু

রংপুর ব্যুরো: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ দিনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৩৮ হাজার ৭ শত ৭১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩৩৭ জন।

২৭ এপ্রিল শনিবার সরেজমিনে গেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার আখতারুজ্জামান এক প্রশ্নের জবাবে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রতিদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নানান রোগে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর মধ্যে থেকে ২০ থেকে ২৫ জন করে রোগী মারা যান। গত ১৫ দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১৫ হাজার ৭৭১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩৩৭ জন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীরা স্বজনরা অভিযোগ করে বলেন, কয়েকদিনের প্রচণ্ড গরমে সর্দি, জ্বর ডিসেন্ট্রিসহ নানান রোগে আক্রান্ত হয়ে শিশু বয়জোষ্ঠসহ বিভিন্ন বয়সের মানুষ  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার মান ভালো নেই। দালালে ভরপুর মেডিকেল কলেজ হাসপাতাল। একটি চক্র রয়েছে যারা রোগীদেরকে ফুসলিয়ে ভাল চিকিৎসার কথা বলে তাদের পছন্দমত ক্লিনিক ও বেসরকারি হাসপাতাল নিয়ে গিয়ে সেখানে তারা কৌশলে মোটা অঙ্কের টাকা হাতে নিয়ে রোগী ও রোগীর পরিবারদের সর্বস্বান্ত করছেন। এগুলো ওপেন সিক্রেট। জেনেও সবাই না জানার ভান করে থাকেন।

রোগীর স্বজনরা আরও জানান, হাসপাতালে প্রতিটি ক্ষেত্রে সবাই টাকার আশা করে থাকেন। নার্স থেকে শুরু করে ডাক্তার আয়া এমনকি পরিচ্ছন্ন কর্মীরাও টাকা ছাড়া কাজ করেন না। এখানে সেবা পেতে হলে প্রতি ধাপে টাকা দিতে হয়। টাকা দিতে না পারলে এখানে নার্সরা রোগীর সাথে ব্যবহার ভালো করেন না।

টয়লেট বাথরুম থেকে শুরু করে প্রতিটি জায়গার নোংরা এবং ময়লা আবর্জনায় ভরা। এখানে পানির কোন ব্যবস্থা নেই। বাহির থেকে পানি কিনে নিয়ে এসে খাইতে হয়। বাহিরে গিয়ে টাকা দিয়ে গোসল করতে হয়। টয়লেট রয়েছে কিন্তু টয়লেটের দরজা নেই। বিশ্রী গন্ধে টয়লেটের পাশেও যাওয়া যায় না। এগুলো দেখার কেউ নেই। এগুলো বলতে গেলে আয়া থেকে শুরু করে ঝাড়ুদাররা রোগী ও রোগীর স্বজনদের সাথে খুব খারাপ আচরণ করেন। এমনকি এগুলো বলার কারণে ইতিপূর্বে রোগী ও রোগীর স্বজনদের সাথে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মারপিটের ঘটনাও ঘটেছে। তারপরেও সুচিকিৎসার আশায় রোগীরা এই হাসপাতালে এসে ভিড় জমান বলে রোগী ও রোগীর স্বজনরা জানান।

এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আরো জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার এবং নার্স সংকট রয়েছে। প্রতিদিন এখানে যে রোগী ভর্তি হওয়ার কথা তার চেয়ে কয়েকগুণ বেশি রোগী ভর্তি হয়। এ কারণে চিকিৎসা সেবা দিতে ডাক্তাররা হিমশিম খাচ্ছেন। তবে গরমের কারণে বা হিট স্ট্রোকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোন রোগী ভর্তিও হয়নি কোন রোগী মারাও যায়নি। যারা বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে রোগী মারা গেছেন এটি ভুল তথ্য। কারণ প্রতিদিন স্বাভাবিকভাবে নানান রোগে আক্রান্ত হয়ে হাজারো রোগী এখানে ভর্তি হচ্ছেন এবং প্রতিদিন ২০ থেকে ২৫ জন রোগী হাসপাতালে মারা যায় বলে তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাঙ্গলকোটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৪ নভেম্বর ২০২৪ সকাল ১০:২৮:০৬







টাঙ্গাইলে বিএনপির জনসভা অনুষ্ঠিত
২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৯:০৩:২৬