• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:৫২:০৭ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:৫২:০৭ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত

৯ মে ২০২৪ সকাল ০৯:৫৫:৪৪

কুমিল্লায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ৮ মে বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে 'হৃদয়ে রবীন্দ্রনাথ' ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবন ও দর্শন নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে 'হৃদয়ে রবীন্দ্রনাথ' ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, নজরুল পরিষদ, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুমিল্লা, গঙ্গা-পদ্মা মেলবন্ধন, কালচারাল কমপ্লেক্স কুমিল্লা, আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুল, কমলাঙ্ক সাহিত্য একাডেমি, কুমিল্লা জিলা স্কুল, যাত্রিক নাট্য গোষ্ঠী, কুমিল্লা ইউছুফ হাই স্কুল, ওয়াই ডাব্লিউ সিএ জুনিয়র গার্লস হাই স্কুল, ফরিদা বিদ্যায়তন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর শান্তি রঞ্জন ভৌমিক, প্রবীণ সাংবাদিক আবুল হাসনাত বাবুল, সাবেক জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ার।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহতাব সোহেল।

আলোচনা শেষে দলীয় সংগীত, একক সংগীত, নৃত্য ও নৃত্যনাট্য চন্ডালিকা পরববেশিত হয়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক
১৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৯:২২





ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৪
১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:০৫