বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনা আমিনপুরে তিন বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
১৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে পাবনা আমিনপুর থানাধীন সৈয়দপুর দক্ষিণপাড়া গ্রামে। নিহত শিশু আরিশা সৈয়দপুর পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী আশিকের মেয়ে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ৫ বছর আগে শিশুটির বাবা আশিক এবং মা ঋতুর প্রেমের মাধ্যমে বিয়ে হয়। পরে দুই পরিবার বিয়ে মেনে নিলে তারা সংসার জীবন শুরু করেন। বিয়ের প্রায় ২ বছর পর আশিক ও ঋতুর সংসারে জন্ম হয় শিশু আরিশার। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তাদের সংসারে পারিবারিক কলহের সৃষ্টি হয়। বিভিন্ন সময় দুজনের মধ্যে রাগারাগি, ঝগড়াঝাঁটির কারণে সংসারে অশান্তি নেমে আসে। একপর্যায়ে আশিক ও ঋতুর ভালোবাসার সংসারে বিচ্ছেদ ঘটে।
বাবা-মায়ের বিচ্ছেদের পর সামাজিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিশু আরিশার ঠাঁই হয় তার মায়ের কোলে। পরবর্তীতে আরিশার বাবা আশিক নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রবাসে পাড়ি জমান। সেখান থেকেই তিনি তার একমাত্র সন্তান আরিশার যাবতীয় খরচ পাঠাতে থাকেন ঋতুর কাছে। বাবার টাকা আর মায়ের ভালোবাসায় ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে শিশু আরিশা। হঠাৎ করে সপ্তাহখানেক আগে আরিশার পেটে ব্যথা শুরু হয়। প্রাথমিকভাবে তাকে স্থানীয় ডাক্তারের দোকান থেকে ওষুধ এনে খাওয়ানো হলে তেমন কোনো উন্নতি দেখা দেয় না। পরে সোমবার সকালে আরিশা পেটের ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। তার কিছুক্ষণ পর তাকে সজাগ করতে ডাকাডাকি করা হয়। কিন্তু ততক্ষণে আরিশা পাড়ি জমিয়েছে ওপারে। তারপরও শিশু আরিশাকে পার্শ্ববর্তী হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
আরিশার মৃত্যুর খবর আরিশার বাবার বাড়িতে না পৌঁছানোর কারণে তাদের মনে সন্দেহের সৃষ্টি হয়। আরিশার বাবার বাড়ির লোকজনের দাবি, আরিশাকে পরিকল্পিতভাবে তার মা তাকে হত্যা করেছে। খবরটি সত্যি মিথ্যার তোয়াক্কা না করেই মুহূর্তের মধ্যেই বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এমনই সংবাদের ভিত্তিতে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেলের মর্গে পাঠায়। অন্যদিকে আরিশার মা এবং তার বাড়ির অন্যান্য লোকজনের দাবি, আরিশা অসুস্থ হয়েই মারা গেছে।
এ প্রসঙ্গে আমিনপুর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুটির লাশ উদ্ধার করে পাবনা মেডিকেলের মর্গে পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে। শিশুটির মৃত্যুর সাথে যদি কারও হাত থেকে থাকে তবে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে আমিনপুর থানায় একটি অপমৃত্যু মামলা রজু করা হয়েছেও বলে জানিয়েছেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available